বিভিন্ন কারণে সবার পক্ষে বেশি দূর পর্যন্ত পড়াশুনা করা সম্ভব হয় না। বেশি পড়াশুনা বা ডিগ্রি না থাকলে অনেকের ধারণা যে উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু এই ভাবনা ঠিক না। চাকরি করাই কিন্তু মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। উপার্জনের অন্য ভালো পথ রয়েছে। যার সাহায্যে চাকরির থেকে অনেক বেশি পরিমাণ টাকা আয় করা সম্ভব। তার জন্য করতে হবে ব্যবসা।
ব্যবসা শুরু করার আগে জানতে হবে বাজার সম্পর্কে। বাজারে কোন জিনিসের চাহিদা রয়েছে সেটা জানতে পারলে ব্যবসা শুরু করা আরও অনেক সহজ হয়ে যায়। আরো একটা জিনিস ব্যবসা করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সেটা হল বাজেট।
অনেকে বাজেটের কারণে বা বেশি মূলধন না থাকার কারণে ব্যবসা থেকে পিছিয়ে আসনে। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমরা এমন একটা ব্যবসার কথা জানাবো যেটার জন্য পুঁজি বা মূলধন দরকার পড়ে খুব সামান্য। এই ব্যবসা শুরু করতে হলে খুব বেশি হলে ১০ হাজার টাকা লাগতে পারে। কপাল ভালো থাকলে এর থেকেও কম খরচ হতে পারে। আমরা বলছি রবার স্ট্যাম্প বিজনেসের কথা। স্কুল কলেজ থেকে কোর্ট, অফিস, সব জায়গায় রবার স্ট্যাম্পের দরকার পড়ে। একটি রবার স্ট্যাম্পের জন্য আপনার লাভ হতে পারে ৪০০-৫০০% ।
বিভিন্ন অনলাইন মাধ্যমে রবার স্ট্যাম্প বিক্রি হয়। ওখানে গিয়ে আপনি নিজে সেগুলোর দাম দেখে নিতে পারবেন। তাহলে আন্দাজ করতে পারবেন এই ব্যবসা করলে কেমন লাভ হতে পারে। রবার স্ট্যাম্প বানানোর জন্য বাজারে বিভিন্ন মেশিন পাওয়া যায়। ছোটো একটা জায়গায় মেশিন কিনে কাজ শুরু করে দিতে পারেন। মেশিন কেনার সময় প্রাথমিক খরচ। পরে ব্যবসা বড় হল আরও একটু বড় জায়গা এবং বেশি মেশিন নিয়ে কোম্পানি বাড়িয়ে নিতে পারবেন।