এবার ইলেকট্রনিক্স পণ্য কিনুন 75% ডিসকাউন্টে! স্বাধীনতা দিবসে ‘বিজয় সেল’ দিচ্ছে সুবর্ণ সুযোগ

অনলাইন প্লাটফর্ম flipkart কিংবা amazon বিভিন্ন সময়ে তাদের গ্রাহকদের জন্য বিশেষ ডিস্কাউন্ট দিয়ে পণ্য বিক্রি করে থাকে। তবে সাধারণত সেই ডিস্কাউন্টের পরিমাণ হয়ে থাকে 10%…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

অনলাইন প্লাটফর্ম flipkart কিংবা amazon বিভিন্ন সময়ে তাদের গ্রাহকদের জন্য বিশেষ ডিস্কাউন্ট দিয়ে পণ্য বিক্রি করে থাকে। তবে সাধারণত সেই ডিস্কাউন্টের পরিমাণ হয়ে থাকে 10% থেকে 20%। তবে এবার ইলেকট্রনিক্স পণ্যের উপর নজরকাড়া ডিসকাউন্ট দিচ্ছে ‘বিজয় সেল’। আসলে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এই সেলের ঘোষণা করেছে ‘বিজয় সেল স্টোর’। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের ওপর বিশেষ ছাড় তো থাকছেই, সাথে Apple-এর পন্যের উপর থাকছে বিশেষ ডিসকাউন্ট।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone 14-এর পাশাপাশি Apple পণ্যে উপর বড় ডিসকাউন্ট ঘোষণা করেছে ‘বিজয় সেল’। বর্তমানে iPhone 14-এর 128GB ভেরিয়েন্টের দাম 79,900 টাকা। কিন্তু আপনি বিজয় সেল স্টোর থেকে এটিকে মাত্র 69,900 টাকায় কিনতে পারবেন। পাশাপাশি যদি আপনার কাছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তবে মূলদামের ওপর আরও 4 হাজার টাকা ছাড় পাবেন। একই সময়ে Apple দ্রব্যের সাথে আপনি 15000 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন।

Advertisements

শুধুমাত্র iPhone-এ নয়, MacBooks, iPads, Apple Watches, AirPods Pro (2nd Generation), Protect+ এবং Apple Accessories-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন আপনি। এছাড়া Nothing Phone 2-এর ক্ষেত্রেও এই একই অফার পাবেন আপনি। এখানেই শেষ নয়, বিজয় সেল স্টোর থেকে 75% ডিসকাউন্টে কিনতে পারবেন স্মার্ট ওয়াচ। বিশেষ এই অফারটি গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে নিকটবর্তী ‘বিজয় সেল স্টোরে’।

Advertisements