দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক কিংবা ভারতীয় পোস্ট অফিস, এই মুহূর্তে প্রত্যেক সংস্থা নিজের গ্রাহকদের জন্য দুর্দান্ত সব স্কিম উপহার দিচ্ছে। এমনকি সেই স্কিমে টাকা ইনভেস্ট করে বিশেষভাবে লাভবান হচ্ছেন ভারতের সাধারণ জনগণ। এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য আরও একটি দুর্দান্ত স্কিম ঘোষণা করেছে। যার অধীনে ভারতের সাধারণ গ্রাহকরা 7.1 শতাংশ হারে সুদ পাবেন। শুধু তাই নয়, প্রবীর নাগরিকদের জন্য এই সুদের মাত্রা 7.6 শতাংশ ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আজ আমরা আপনাদের জন্য যে দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, সেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কালাশ যোজনা। গ্রাহকদের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থাৎ অমৃত কালাশ এফডিতে বিনিয়োগের বিশেষ সুযোগ দিয়েছেন SBI। এই এফডি-তে বিনিয়োগের সময় সীমা অতিক্রম হওয়ার পরেও গ্রাহকদের জন্য সময়সীমা আরও বৃদ্ধি করেছেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছরের 12ই এপ্রিল দুর্দান্ত এই স্কিমটি চালু করেছিল এবং এর সময়সীমা 23শে জুন 2023 পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উল্লেখিত সময় শেষ হওয়ার আগে স্কিমটির মেয়াদ আরও বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়। 15ই আগস্ট 2023 পর্যন্ত সময় সীমা নির্ধারণ করলেও গ্রাহকদের অনুরোধে তা বাড়িয়ে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অমৃত কালাশ এফডিতে চাইলে এখনি আপনি একাউন্ট খুলতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোন শাখা থেকে। এই যোজনায় আপনি সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। শুধু তাই নয়, এফডি-র সময় সীমা উত্তীর্ণ হওয়ার পূর্বেই চাইলে আপনি টাকা উত্তোলন করে নিতে পারবেন। তাছাড়া, এই বিশেষ যোজনাটি আপনি আপনার ফোনের Yono অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন।