15,000 টাকা এক্সচেঞ্জ বোনাস সহ 5,000 টাকার ডিসকাউন্ট, Vivo দিচ্ছে 16GB র‌্যামের স্মার্টফোনের ওপর অবিশ্বাস্য ছাড়

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন অত্যন্ত স্বল্পমূল্যে ক্রয় করতে চান, তবে আজকে আপনি আপনার পছন্দের ফোনটি ক্রয় করতে পারেন অ্যামাজন থেকে। কারণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন অত্যন্ত স্বল্পমূল্যে ক্রয় করতে চান, তবে আজকে আপনি আপনার পছন্দের ফোনটি ক্রয় করতে পারেন অ্যামাজন থেকে। কারণ সেখানে Vivo Y36 স্মার্টফোনের ওপর সরাসরি 23% ছাড় দিচ্ছে কোম্পানি। শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ফোনটির বিক্রয় মূল্য 21,999 টাকা রয়েছে। যদি আপনি আজকেই Amazon সেল থেকে Vivo Y36 স্মার্টফোনটি ক্রয় করেন, সে ক্ষেত্রে 23% ছাড়ে মাত্র 16,999 টাকায় কিনতে পারবেন স্মার্টফোনটি।

Advertisements

এখানেই শেষ নয়, দুর্দান্ত এই স্মার্টফোনের ওপর এক্সচেঞ্জ বোনাস ঘোষণা করেছে Amazon। আপনি আপনার ব্যবহারিত 8GB র‌্যামের স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 15,350 টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন। তবে আপনি সর্বোচ্চ কত টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন, তা নির্ভর করছে আপনার ব্যবহারিত স্মার্টফোনের কন্ডিশনের ওপর। যদি সর্বোচ্চ এক্সচেঞ্জ বোনাস গ্রহণ করতে সক্ষম হন, সেক্ষেত্রে Vivo Y36 স্মার্টফোনটি মাত্র 1,649 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements

এই নিবন্ধে যদি Vivo Y36 স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি দুর্দান্ত এই স্মার্টফোনে 6.64 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল দেখা যাবে। যা 2388×1080 রেজুলেশন সমর্থন করতে সক্ষম। এটি 8GB র‌্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে। আবার এতে আপনি 8GB ভার্চুয়াল র‌্যামও পাবেন। যার ফলে 16GB র‌্যামের সাথে ব্যবহার করতে পারবেন দুর্দান্ত এই স্মার্টফোনটি। এছাড়া, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন ফোনটিতে। শুধু তাই নয়, 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক এবং 44W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন Vivo Y36 স্মার্টফোনে

Advertisements