ওয়ানপ্লাস দারুণ বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন নির্মাতা কোম্পানি। ওয়ানপ্লাস কোম্পানির একটি খুব ভাল ফিচার কোয়ালিটি ফোন আছে। ওয়ানপ্লাস কোম্পানি দীর্ঘদিন ধরে স্মার্টফোন দুনিয়ায় কাজ করছে, যার কারণে আজ ওয়ানপ্লাস কোম্পানি মানুষের ভালো পছন্দ হয়ে উঠেছে। ওয়ানপ্লাস কোম্পানির আন্তর্জাতিক বাজারে ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। কোম্পানির অন্যতম বিশেষত্ব হলো এই কোম্পানি তার ফিচার কোয়ালিটি খুব ভালো বজায় রাখে। ওয়ানপ্লাসের ফিচারের কথা বলতে গেলে ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর।
অর্থাৎ OnePlus 10R Lite Nord স্মার্টফোন থেকে যদি অনেক দূর থেকে ছবি তোলা হয়, তাহলে তা খুব স্পষ্ট ভাবে ছবি বেরিয়ে আসে। একইভাবে RAM বেশ শক্তিশালী। আজ আমরা ওয়ানপ্লাসের অনুরূপ বৈশিষ্ট্য সমৃদ্ধ এমন একটি স্মার্টফোনের কথা বলছি, যার নাম OnePlus 10R Lite Nord। এই ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। ৫০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির ওয়ানপ্লাস স্মার্টফোনটি অনেকের মন জিতে নেওয়ার মতো ক্ষমতা রাখে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে।
এটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস, প্রসেসর: এমটিকে ডি 8100 ম্যাক্স। ওয়ানপ্লাস প্লাসের এই ওয়ানপ্লাস স্মার্টফোনের ডিসপ্লের কথা বলতে গেলে এতে রয়েছে ৬.৭ ইঞ্চি; ১২০ হার্জ আইআরআইএস ডিসপ্লে; রেজোলিউশন: ২৪০০ x ১০৮০ পিক্সেল ৩৯৪ পিপিআই; অ্যাসপেক্ট রেশিও: ২০:৯। এই স্মার্টফোনের ব্যাটারির কথা বলতে গেলে এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক সহ ৫০০০ এমএএইচ।

এই ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে ৮ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এতে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ সহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সনি আইএমএক্স ৪৭১ ক্যামেরা সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট (সেলফি) ক্যামেরা: নাইটস্কেপ ২.০, সুপার ম্যাক্রো, আল্ট্রাশট এইচডিআর, স্মার্ট সিন।







