বর্তমানে ভারতসহ গোটা বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ইলেকট্রিক গাড়ির চাহিদা বৃদ্ধি পেয়েছে। হোক সেটি ইলেকট্রিক সাইকেল কিংবা ইলেকট্রিক বাইক। তবে আজকাল ভারতের তরুণদের বেশিরভাগ অংশ ইলেকট্রিক সাইকেল চালাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আর তার কারণে এই সেগমেন্টের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে একাধিক কোম্পানি ইলেকট্রিক সাইকেল সরবরাহ করে থাকে। তবে সবাইকে অবাক করে দিয়ে Tata Motors-এর সহযোগী সংস্থা Stryder, Zeeta Plus নামে একটি বৈদ্যুতিক সাইকেলটি লঞ্চ করেছে।
যা লঞ্চ হওয়ার পর থেকেই তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আজ্ঞে হ্যাঁ, Zeeta Plus নামের এই ইলেকট্রিক সাইকেলের অবিশ্বাস্য বৈশিষ্ট্য তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনারা জানলে অবাক হবেন যে, Zeeta Plus ইলেকট্রিক সাইকেল একসাথে ১০০ কেজি ভার বহন করতে সক্ষম। যা বাজারের যেকোন ইলেকট্রিক সাইকেলের চেয়েও অনেক বেশি।
এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী Zeeta Plus ইলেকট্রিক সাইকেলে 36/6AH পাওয়ার ব্যাটারি সংযুক্ত করন করা হয়েছে। যা সহজেই অত্যাধিক মাইলেজ দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, খারাপ রাস্তায় নির্বিঘ্নে চলার জন্য Zeeta Plus ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যাতে ঝাঁকুনিহীন ভাবে রাইড উপভোগ করতে পারেন গ্রাহকরা। শুধু তাই নয়, আপনি Strider কোম্পানির এই Zeeta Plus বৈদ্যুতিক সাইকেলের উপর 2 বছরের ওয়ারেন্টিও পাবেন। এছাড়া, দুর্দান্ত এই সাইকেলটি ক্রয় করতে হলে আপনাকে মাত্র ২৬,৯৯৫ টাকা খরচ করতে হবে।