চার দিনে টাকা উশুল, দিনে কামান ২০০০ টাকা, ভিড় লেগে থাকবে সব সময়

কোনো কাজই ছোটো না। এই মন্ত্র নিয়ে এগিয়েছেন অনেকেই। আজ তারা দাঁড়িয়েছেন নিজের পায়ে। চাকরি না করে ব্যবসা করেছেন সফল ভাবে। আপনিও পারবেন। আপনিও ব্যবসা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কোনো কাজই ছোটো না। এই মন্ত্র নিয়ে এগিয়েছেন অনেকেই। আজ তারা দাঁড়িয়েছেন নিজের পায়ে। চাকরি না করে ব্যবসা করেছেন সফল ভাবে। আপনিও পারবেন। আপনিও ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন হেসেখেলে।

Advertisements

বিভিন্ন ধরণের ব্যবসা রয়েছে আমাদের চারপাশে। কোন ব্যবসাটা করা ভালো সেটা অনেকেই ঠিক করতে পারেন না। আর ঠিক না করতে পেরে অনেকে পিছিয়ে আসেন। আজ আমরা এমন একটি বিজনেস আইডিয়ার কথা আমরা আপনাকে জানাবো যেখানে মূলধন বা পুঁজি দরকার খুবই সামান্য। মূলত একটা মেশিন কিনতে হবে। যেটার দাম পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকা। ব্যবসা শুরু করার পর এই টাকা আপনি ৩ থেকে ৪ দিনের মধ্যে উশুল করে নিতে পারবেন।

Advertisements

আমরা বলছি বরফ গোলা বিক্রি করার কথা। ছোটো থেকে বড়, আইস গোলা সবার পছন্দের একটা জিনিষ। গরমকালে রমরমিয়ে চলে এই ব্যবসা। ভালো লোকেশনে দোকান খুলতে পারলে বারো মাসেই থাকবে আপনার তৈরি আইস গোলার চাহিদা। একটা আইস গোলা তৈরি করতে খুব বেশি হলে ৮ থেকে ১০ টাকা খরচ হয়ে থাকে। ভারতে একটা বরফের গোল সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয়ে থাকে। অর্থাৎ প্রতি আইস গোলা বিক্রি পিছু আপনার লাভ হতে পারে তিরিশ টাকা। এবার আপনি যতগুলো বিক্রি করতে পারবেন লাভ তত বেশি।

Ice gola business idea

যাদের ব্যবসা করার মতো ঘর নেই তাদের খরচ একটু বাড়বে। ঘর বা কোনো ছোটো কাউন্টার ভাড়া নিতে হবে। মাসে খরচ পড়তে পারে ১০ থেকে ১৫ হাজার টাকা। এছাড়া বরফের বড় ব্লক, বিভিন্ন ফ্লেভারের সিরাপ, বরফ কুচি রাখার জায়গা ইত্যাদি দরকার। ঘর ভাড়া নিলে আপনার এই ব্যবসা শুরু করতে খরচ হতে পারে আনুমানিক ৩০ হাজার টাকা।

Advertisements