Jio vs Airtel : আনলিমিটেড ডেটা-কলিং ফেসিলিটি, দুই কোম্পানির একই দামের দুটি রিচার্জ প্ল্যান

যত দিন যাচ্ছে ভারতে তত কঠিন হচ্ছে টেলিকম সার্ভিস ব্যবসা। প্রায় প্রতিটি কোম্পানি নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য প্রতিনিয়ত পেশ করছে নিত্য নতুন প্ল্যান। বলা বাহুল্য…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

যত দিন যাচ্ছে ভারতে তত কঠিন হচ্ছে টেলিকম সার্ভিস ব্যবসা। প্রায় প্রতিটি কোম্পানি নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য প্রতিনিয়ত পেশ করছে নিত্য নতুন প্ল্যান। বলা বাহুল্য বেশিরভাগ প্ল্যান বেশ আকর্ষণীয় এবং এমন সব প্ল্যান বাজারে নিয়ে আসা হচ্ছে যা বেশ সাশ্রয়ী মূল্যের। বিভিন্ন টেলিকম সার্ভিস কোম্পানি প্রায় সমান দামে রিচার্জ প্ল্যান তাদের গ্রাহকদের অফার করছে। সেই সঙ্গে চেষ্টা চালানো হচ্ছে যাতে আরও নতুন গ্রাহক কোম্পানির সঙ্গে যুক্ত হয়। একই দামের মধ্যে কোন কোম্পানির রিচার্জ প্ল্যান ভালো সেটা ঠিক করা বেশ মুশকিল হয়ে পড়ছে।

Advertisements

আজ এই প্রতিবেদনে তেমনই দুটি রিচার্জ প্ল্যানের কথা আমরা আলোচনা করতে চলেছি যা দামে সমান কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে কিছুটা আলাদা। কোনটা বেশি উপযোগী সেটা আপনাকেই দেখে নিতে হবে। জিও এবং এয়ারটেল একে অন্যকে তীব্র প্রতিযোগিতা দিচ্ছে। দুই কোম্পানির কাছে রয়েছে ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান। কোনটা বেশি সাশ্রয়ী? আসুন জেনে নেওয়া যাক।

Advertisements

 

Jio ৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

• দৈনিক ৩ জিবি ডেটা।

• ৮৪ দিনের ভ্যালিডিটি।

• ৮৪ দিনে মোট ২৫২ জিবি ডেটা।

• বিশেষ ভাইচার দিচ্ছে জিও।

• ভাউচারের সঙ্গে অতিরিক্ত ৪০ জিবি ডেটা পাওয়ার সুযোগ।

• আনলিমিটেড ফ্রি কল।

• দৈনিক ১০০ টি SMS বিনামূল্যে।

Airtel ৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

•৮৪ দিনের ভ্যালিডিটি।

•আনলিমিটেড ৫জি ডেটা।

•৪ জি নেটওয়ার্ক হলে দৈনিক ২.৫ জিবি ডেটা।

•দৈনিক ১০০ টি SMS বিনামূল্যে।

•আনলিমিটেড কলিং।

•৮৪ দিনের জন্য আমাজন প্রাইম মেম্বারশিপ।

Advertisements