৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ দুরন্ত প্রসেসর, নতুন ফোন লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল সব ফিচার

চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো আগামী ২৮ আগস্ট ভারতের বাজারে নতুন ফোন Vivo V29e উন্মোচন করতে চলেছে। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো আগামী ২৮ আগস্ট ভারতের বাজারে নতুন ফোন Vivo V29e উন্মোচন করতে চলেছে। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। The Tech Outlook – এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিভাইসটিতে দুটি স্টোরেজ এবং দুটি কালার অপশন থাকবে। লঞ্চ করার আগেই স্মার্টফোনের বেশিরভাগ ফিচার ফাঁস হয়ে গিয়েছে। তাই চলুন দেখে নেওয়া যাক হ্যান্ডসেটটির দাম ও ফিচার।

Advertisements

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে এফএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ফোনটি স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট চিপ দিয়ে সজ্জিত হতে পারে। এ ছাড়া ফোনটিতে ৮ জিবি RAM ও ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকতে পারে।

Advertisements

ভিভো ভি২৯ই-তে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স দিতে পারে কোম্পানি। সেলফি ও ভিডিও কলিং-এর জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা যেতে পারে। তবে ফিচারগুলো নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্মার্টফোন সম্পর্কে আরও তথ্যের জন্য আপনাকে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

 

আরো অনুমান করা হচ্ছে যে ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা হতে পারে।

Advertisements