এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্কুটার ক্রয় করতে চান তবে Honda Activa হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বিগত দুই দশকে হোন্ডার এই স্কুটারটি ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারে পরিণত হয়েছে। নামমাত্র সার্ভিস চার্জ এবং অবিশ্বাস্য মাইলেজ থাকার দরুন এই স্কুটারটি বেশ পছন্দ করছেন গ্রাহকরা। তবে প্রায় লক্ষাধিক মূল্যের এই স্কুটারটি ইচ্ছা থাকলেও অনেকেই বিরাট অংকের টাকা ইনভেস্ট করে কিনতে পারছেন না। আজ আমরা সেই সমস্ত গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত বিকল্প নিয়ে এসেছি। যার মাধ্যমে এক সাথে লক্ষাধিক টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে না গ্রাহকদের। চলুন পুরো পরিকল্পনা জেনে নেওয়া যাক-
নিবন্ধের শুরুতে আমরা যদি Honda Activa 6G-এর H স্মার্ট ভেরিয়েন্টের এক্স-শোরুম দামের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে 82,234 টাকা নির্ধারণ করা হয়েছে। যা অন-রোড 95,369 টাকায় গিয়ে দাঁড়ায়। যদিও শহর এবং রাজ্য ভেদে এই দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যেতে পারে। যদি আমরা Honda Activa 6G-এর মূল্য 97,000 টাকা ধরি, তবে আজ এই পরিকল্পনাটি আপনার জন্য হয়ে উঠতে পারে সময়ের সেরা বিকল্প।
হোন্ডার অফিসিয়াল ওয়েবসাইডে জানানো হয়েছে, দুর্দান্ত এই স্কুটারটি চাইলে গ্রাহকরা মাত্র 11,000 টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন। ভারতের যেকোনো হোন্ডার শোরুম থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন তারা। এরপর বাকি টাকা 9.7 শতাংশ সুদের হারে মাসিক কিস্তিতে প্রদান করতে হবে গ্রাহকের। আর এই টাকা তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, মাসিক 2700 টাকার সহজ কিস্তিতে Honda Activa 6G স্কুটার ক্রয় করতে পারবেন গ্রাহকরা।







