কলকাতার দুর্গা পুজোর থিমে চন্দ্রযান ৩, কোথায় দেখবেন এই মণ্ডপ? জেনে নিন

ভারত মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য পেয়েছে। চাঁদের বিপরীত মেরুতে যান পাঠাতে সক্ষম হয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO। দেশের প্রতি প্রান্তে আলোচনায় উঠে এসেছে ভারতের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারত মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য পেয়েছে। চাঁদের বিপরীত মেরুতে যান পাঠাতে সক্ষম হয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO। দেশের প্রতি প্রান্তে আলোচনায় উঠে এসেছে ভারতের এই গৌরবের কথা। বিজ্ঞানীদের বাহবা দিচ্ছেন দেশের সকল স্তরের মানুষ।

Advertisements

এরই মধ্যে কলকাতায় শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। সমাজের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা উঠে আসে বিভিন্ন পুজো মণ্ডপের থিমে। ল্যান্ডার বিক্রম ভারত গৌরবের নতুন এক অধ্যায়। সেটা দুর্গা পুজোর থিমের সঙ্গে যুক্ত হবে না এটা ভাবাই ভুল।

Advertisements

চন্দ্রযান ৩-এর সফল অবতরণ উপলক্ষে দেশজুড়ে উৎসব চলছে। সামনেই দুর্গাপুজো। এই পরিস্থিতিতে কলকাতার একটি দুর্গা পূজা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্যান্ডেলের নকশা ল্যান্ডার বিক্রমের লাদলে তৈরি করা হবে। ল্যান্ডার বিক্রম ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দ ক্লাব বিক্রমের একটি বিশাল রেপ্লিকা তৈরির কাজ শুরু করেছে ইতিমধ্যে।

ল্যান্ডার বিক্রম মডেলে অধিষ্ঠিত হবেন মা দুর্গা। পূজা কমিটির এক মুখপাত্র সম্প্রতি বলেছেন, “পূজা আসতে দিন, দর্শনার্থীরা মা দুর্গাকে ল্যান্ডার বিক্রম মডেলে বসে দেখতে পাবেন। মণ্ডপ শয্যা চাঁদের পৃষ্ঠের সাথে সাদৃশ্য দেখিয়ে মাটিতে অবস্থান করবে।” পুজোর উদ্বোধন করবেন চন্দ্রযান মিশনের সঙ্গে যুক্ত ইসরো বিজ্ঞানী।

প্রতি বছরের মতো এবারও বাংলায় দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে। প্রধান সড়কের পাশাপাশি রাস্তায় পূজা কমিটির ব্যানার ও হোর্ডিংও দেখা দিতে শুরু করেছে।

Advertisements