এভারগ্রীন Business Idea, প্রতি মাসে কামাবেন ৩ লাখ টাকা

বাজারে এমন কিছু ব্যবসা রয়েছে যে চলে বছরের পর বছর। আজ আমরা এমন একটি বিজনেসের ব্যাপারে বলতে চলেছি যেটার প্রোডাক্ট ডিমান্ড বাজারে খুব বেশি। চাহিদা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাজারে এমন কিছু ব্যবসা রয়েছে যে চলে বছরের পর বছর। আজ আমরা এমন একটি বিজনেসের ব্যাপারে বলতে চলেছি যেটার প্রোডাক্ট ডিমান্ড বাজারে খুব বেশি। চাহিদা যেমন বেশি, তেমনই ভালো লাভ। মাসে ৩ লাখ টাকা কামানো যায় এই ব্যবসা থেকে। অনেকের দাবি, যত দিন থাকবে ইন্ডাস্ট্রি, তত দিন চলবে এই ফ্যাক্টরি।

Advertisements

এই প্রতিবেদনে টেপ তৈরির ব্যবসার কথা আপনাদের বলা হয়েছে। বিভিন্ন কাজে আমরা টেপ ব্যবহার করে থাকি। লেখাপড়া থেকে খাবার প্যাকেজিং, ইলেকট্রিকের কাজ, কারখানার কাজ ইত্যাদি বহু ক্ষেত্রে ভালো আঠা যুক্ত টেপের ব্যবহার করা হয়। এবার নিশ্চই বুঝতে পারছেন কেন বলা হচ্ছে এই ব্যবসার চাহিদা বাজারে খুব বেশি?

Advertisements

এই কাজের জন্য তিন ধরনের মেশিন দরকার। সেই সঙ্গে দরকার তিন রকমের কাঁচামাল। টেপ রোল করার জন্য পেপার রোল, BOPP টেপ এবং প্যাকেজ করার জন্য PVC। একটি মেশিনের সাহায্যে বিভিন্ন সাইজের পেপার রোল কাটতে হবে । অন্য একটি মেশিনের সাহায্যে সাইজ করা পেপার রোলে BOPP টেপ জড়িয়ে নিতে পারবেন দরকার মতো। শেষ ধাপ হল প্যাকেজ করা। এইভাবে শেষ হবে আপনার প্রোডাকশন। এবার বাজারে বিক্রি হওয়ার অপেক্ষা।

Cello tape business idea

একটি বক্সে মোটামুটি ৭০ বা তার বেশি টেপ থাকে। টেপ পিছু লাভ হবে ২৫ থেকে ৩০ টাকা। সারা দিনে একটি মেশিন থেকে প্রায় ১০০ পিস টেপ আপনি তৈরি করতে পারবেন। ব্যবসা ঠিকঠাক চালাতে পারলে এইভাবে দিনে লাভ করতে পারবেন কয়েক হাজার টাকা। মাস গেলে আয় পৌঁছাবে লাখ টাকার ঘরে।

Advertisements