এবার বনগাঁ থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! দেখে নিন কোন রুটে চলবে স্বপ্নের ট্রেন

সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে একাধিক বন্দে ভারত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দিচ্ছে পশ্চিমবঙ্গে। সেমি হাই স্পিড এই ট্রেনের সফলতা দেখে আবারও পশ্চিমবঙ্গে নতুন বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য রুট কি হবে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে দাবী করা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে, সেটি বনগাঁ থেকে ছুটবে দীঘা পর্যন্ত। আজ্ঞে হ্যাঁ, বাংলাদেশের সীমানাবর্তী বর্ডার বনগাঁ থেকে দীঘার উদ্দেশ্যে চালানো হবে সেমি বুলেট ট্রেনটি। যদিও এই বিষয়ে রেলমন্ত্রণালয়ের তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিধায়ক অশোক কীর্তনীয়ার মন্তব্যের পর বিষয়টি স্থান পেয়েছে সংবাদ শিরোনামে।

Advertisements

এদিন বিধায়ক বিধায়ক অশোক কীর্তনীয়া সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রুট নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে রেল মন্ত্রণালয়ের সম্মতিও মিলেছে বিষয়টি নিয়ে। আসলে ভারতের সবচেয়ে বড় স্থল বন্দর বনগাঁ দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশীরা প্রবেশ করেন ভারতে। তারা ডাক্তার দেখানোর পাশাপাশি ভ্রমণের জন্য ভারতে আসেন।

তিনি আরও বলেন, যদি বনগাঁ থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়, তবে দুই ২৪ পরগনার মানুষের পাশাপাশি উপকৃত হবেন বাংলাদেশের হাজার হাজার মানুষ। বনগাঁ থেকে দীঘায় যাওয়ার জন্য সম্ভাব্য একটি রুটের পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছাবে বলে জানিয়েছি আমরা।

Advertisements