এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর তথা রিলায়েন্স জিও ফের নিজের গ্রাহকদের জন্য সুসংবাদ নিয়ে এলো। আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি আনলিমিটেড ডেটা প্যাক সহ মাত্র 179 টাকার প্রিপেইড প্ল্যান ঘোষণা করলো সংস্থাটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে জিওর একাধিক প্রিপেইড প্ল্যান উপলব্ধ থাকলেও নতুন এই প্ল্যান দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, 179 টাকার রিচার্জ প্ল্যানে কি ধরনের সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা-
প্রথমেই আমরা আপনাদের বলে রাখি, 179 টাকার এই রিচার্জ প্ল্যান শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্য রাখা হয়েছে, যারা বারবার রিচার্জ করতে অসুবিধা বোধ করবেন না। আজ্ঞে হ্যাঁ, 24 দিন মেয়াদ সহ এই রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা প্রদান করছে রিলায়েন্স জিও। দুর্দান্ত এই প্ল্যানের অধীনে আপনি আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 1GB হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
শুধু তাই নয়, হাই স্পিড ইন্টারনেট প্যাক শেষ হওয়ার পরেও আপনি 64kb স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি প্রতিদিন যেকোন নম্বরে 100 SMS করার সুযোগ পাবেন আপনি। এছাড়া, এই প্ল্যানের অধীনে আপনি JioTV, JioCinema, JiCloud, এবং JioSecurity-র মত জনপ্রিয় অ্যাপস গুলির সাবস্ক্রাইবশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।