ভারতের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার 50 কোটি গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরে গ্রাহকরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি তারই একটি নতুন কৌশল প্রকাশ্যে এসেছে। আর সেই সম্পর্কে আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যদি অপরিচিত কোন ফোন নম্বর কিংবা ই-মেইল থেকে আপনাকে বিশেষ একটি বার্তা পাঠানো হয়, তবে কোনোভাবেই তার উত্তর না দিতে। আপনার কোনরকম তথ্য প্রতারকদের হাতে পড়লেই ব্যাংক থেকে উধাও হয়ে যেতে পারে আপনার জমাকৃত অর্থ। যদি আপনার কাছে এই ধরনের কোন SMS আসে তবে তা সর্বদা এড়িয়ে চলুন। দয়া করে কখনোই ওই SMS এর উত্তরে আপনি আপনার তথ্য শেয়ার করবেন না।
কি ধরনের এসএমএস আসছে গ্রাহকদের কাছে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে গ্রাহকদের কাছে কয়েকটি লাইনের SMS প্রদান করছে প্রতারকরা। যেখানে লেখা থাকছে, ‘আজ আপনার ইয়োনো অ্যাকাউন্ট ব্লক করা হবে। আপনার প্যান কার্ড নম্বর আপডেট করতে অনুগ্রহ করে লিঙ্কটিতে ক্লিক করুন।’
আর এই লিংকে প্রবেশ করা মাত্রই গ্রাহকদের কাছ থেকে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে নিচ্ছে প্রতারক চক্র। যদি আপনার কাছে এমন কোন SMS আসে, সেক্ষেত্রে আপনি সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-তে কল করতে পারেন অথবা report.phishing@sbi.co.in-এ একটি ইমেল পাঠাতে পারেন।







