Hero Splendor Plus Xtec বাইক কিনুন মাত্র 2,725 টাকায়, জেনে নিন কিভাবে করবেন সুযোগের সদ্ব্যবহার

আর নয় অপেক্ষা, সহজ মাসিক কিস্তিতে আজকেই ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের বাইক Hero Splendor Plus Xtec। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আর নয় অপেক্ষা, সহজ মাসিক কিস্তিতে আজকেই ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের বাইক Hero Splendor Plus Xtec। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে রীতিমতো দুশ্চিন্তায় দিন যাপন করছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আপনার জন্য সেরা উপহার নিয়ে এসেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম বাইক নির্মাণ সংস্থা Hero। গ্রাহকদের জন্য মাত্র 2,725 টাকা মাসিক কিস্তিতে বাইক ক্রয়ের সহজ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি। তবে দুর্দান্ত এই প্ল্যান সম্পর্কে জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক Hero Splendor Plus Xtec বাইকের অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি Hero Splendor Plus Xtec বাইকের। শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে Hero Splendor Plus বাইকটিতে একটি 97.2cc ইঞ্জিন রয়েছে যা 8000 rpm-এ সর্বাধিক 8.02 hp পাওয়ার আউটপুট এবং 6000 rpm-এ 8.05 Nm এর সর্বোচ্চ টর্ক প্রদান করে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িতে 9.8 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

এছাড়া যদি এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে সম্পূর্ণ ডিজিটাল মিটার, সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে, USB চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজ রিডআউট, ইনকামিং এবং মিসড কল অ্যালার্টের মতো দুর্দান্ত ফির্চাস দেখা যাবে। শুধু তাই নয়, হিরোর এই গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাইলেজ। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, বাইকটি লিটার প্রতি তেলে 83.2 কিলোমিটার চলতে সক্ষম।

যদি শক্তিশালী এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে অন রোড আপনি মাত্র 93,818 টাকায় ক্রয় করতে পারবেন Hero Splendor Plus Xtec। তবে আপনি যদি ডাউনপেমেন্ট হিসাবে প্রথমে 9000 টাকা প্রদান করেন তবে 9.7% সুদের হারে 3 বছরের জন্য 84,818 টাকার লোন পরিশোধ করেন তবে আপনাকে প্রতি মাসে 2,725 টাকা EMI দিতে হবে।

Advertisements