মাত্র ২৫ হাজার টাকায় কিনুন Apache RTR 160, এই দুর্দান্ত সুযোগ হাত ছাড়া করবেন না

এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত একটি বাইক ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ আজ আমরা তরুণদের হার্টবিট তথা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত একটি বাইক ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ আজ আমরা তরুণদের হার্টবিট তথা TVS Apache RTR 160cc বাইকের অবিশ্বাস্য ডিল নিয়ে এসেছি। দুর্দান্ত এই অফারের মাধ্যমে আপনি মাত্র 25 হাজার টাকায় ক্রয় করতে পারবেন তরুণদের স্বপ্নের বাইক TVS Apache RTR 160cc।

Advertisements

তবে নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, TVS Apache RTR 160cc বাইকে আপনি একটি দুর্দান্ত ইঞ্জিনের পাশাপাশি একাধিক শক্তিশালী ফির্চাস দেখতে পারবেন। যা শুরুতেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু তাই নয়, শক্তিশালী এই বাইকটি বেশ মাইলেজ দিতেও সক্ষম। যদি শক্তিশালী এই বাইকের দামের কথা বলি, তবে ভারতের বাজারে গাড়িটি 1.19 লক্ষ টাকা থেকে 1.26 লক্ষ টাকা পর্যন্ত হয়। আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, গাড়িটির একাধিক ডিল সম্পর্কে-

Advertisements

1. 2012 সালের TVS Apache RTR 160cc বাইক এই মুহূর্তে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে DROOM-এ। যদি আপনি এই বাইকটি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, বাইকটি দিল্লির নম্বরের রেজিস্ট্রেশন করা রয়েছে। বাইকটি ক্রয় করতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র 25 হাজার টাকা।

2. এই নিবন্ধে দ্বিতীয় গাড়ি হিসেবে রয়েছে 2014 সালের TVS Apache RTR 160cc মডেল। গাড়িটি OLX-এ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। শক্তিশালী এই গাড়িটি ক্রয় করতে হলে আপনাকে ব্যয় করতে হবে মাত্র 30 হাজার টাকা।

3. দিল্লির নম্বরে রেজিস্ট্রেশন করা 2016 সালের TVS Apache RTR 160cc বাইকটি বর্তমানে BIKES4SALE ওয়েবসাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। যদি শক্তিশালী এই বাইকটির দামের কথা বলি, তবে গাড়ির মালিক 35,999 টাকা দাম রেখেছেন গাড়িটি বিক্রয় করার জন্য।

Advertisements