ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড যেকোনো ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে উঠেছে। সরকারি হোক কিংবা বেসরকারি কাজে, আধার কার্ডের গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) মার্চ মাসে ঘোষণা করে যাঁরা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন, কিন্তু ঠিকানা বা অন্যান্য বৃত্তান্ত আপডেট করেননি, তাঁরা ১৪ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করাতে পারবেন। তবে সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেও অনেকেই আধার কার্ডের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট করেননি।
এবার সেই সমস্ত ব্যক্তিদের জন্য খুশির খবর নিয়ে এলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করার সময়সীমা বাড়ালো কেন্দ্র সরকার। যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করেননি তারা চাইলে এখনও বিনামূল্যে পরিষেবাটি গ্রহণ করতে পারেন। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করার সময়সীমা ১৪ই সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৪ই নভেম্বর পর্যন্ত করেছে কেন্দ্রীয় সরকার।
এই সময়ের মধ্যে যদি আপনি আধার কার্ডের সাথে ডকুমেন্টস সংযুক্ত করেন, সেক্ষেত্রে একটি টাকাও জরিমানা দিতে হবে না আপনাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, আধার কার্ডের সাথে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার এটাই শেষ তারিখ ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
কিভাবে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করবেন?
১. প্রথমে যে কোন ব্রাউজার থেকে My Aadhaar.com ওয়েবসাইটে যান।
২. এরপর আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে OTP-র নির্ধারিত লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
৩. তালিকা থেকে ডকুমেন্টস আপডেটের অপশনটি বেছে নিন।
৪. এবার নিজের পরিচয় পত্র এবং বসবাসের ঠিকানার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে ডকুমেন্টস আপডেট করুন এবং আবেদনপত্র সাবমিট করুন।
আপনাদের জানিয়ে রাখি, আধার কার্ডের সাথে আপনি প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, জন্ম সনদের মতো ডকুমেন্টস গুলি সংযুক্ত করতে পারেন।