599 টাকার রিচার্জ প্ল্যান, 1Gbps ইন্টারনেট স্পিড! অবশেষে লঞ্চ হল Jio Airfiber

ভারতীয় কোম্পানি রিলায়েন্স জিওর বড় পদক্ষেপ। সারাদেশে এবার হাই-স্পিড ইন্টারনেট সুবিধা প্রদান করতে Jio Airfiber লঞ্চ করল সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, গত 19শে সেপ্টেম্বর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় কোম্পানি রিলায়েন্স জিওর বড় পদক্ষেপ। সারাদেশে এবার হাই-স্পিড ইন্টারনেট সুবিধা প্রদান করতে Jio Airfiber লঞ্চ করল সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, গত 19শে সেপ্টেম্বর আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং পুনে সহ ভারতের মোট আটটি মেগাসিটিতে তার বিহীন এই ইন্টারনেট পরিষেবা প্রকল্পের সূচনা করেছে রিলায়েন্স। আমরা আপনাদের বলে রাখি, Airtel Airfiber-এর পরে এই ভারতীয় কোন কোম্পানি তার বিহীন ইন্টারনেট পরিষেবা চালু করল।

Advertisements

Jio Airfiber প্রযুক্তি বাজারে লঞ্চ হওয়ার পর থেকে ইন্টারনেট প্রেমীদের মনে একাধিক প্রশ্নের উদ্ভাবন ঘটেছে। এই কানেকশন গ্রহণ করতে কত টাকা প্রয়োজন হবে? এর সর্বনিম্ন রিচার্জ প্ল্যান কত? ইন্টারনেট স্পিড কেমন হবে? এছাড়াও হাজারও প্রশ্নে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। আজ এই নিবন্ধে আমরা আপনাদের সদ্য লঞ্চ হওয়া Jio Airfiber-এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

Jio Airfiber-এর রিচার্জ প্ল্যান-

1:- 599 টাকার সর্বনিম্ন রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন 30Mbps গতির সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
2:- 899 টাকার রিচার্জ প্ল্যানে আপনি 70Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
3:- 1,199 টাকার সহজ রিচার্জ প্ল্যানে আপনি 100Mbps স্পিডের সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন।
4:- 1,499 টাকার রিচার্জ প্ল্যানে আপনি 300Mbps-এ সীমাহীন ডেটা পাবেন।
5:- 2,499 টাকার রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি 500Mbps স্পিড পাবেন।
6:- 3,999 টাকার মাসিক রিচার্জের আপনি 1Gbps গতিতে সীমাহীন ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।

এছাড়াও আপনি Jio Airfiber ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করলে 550টির বেশি ডিজিটাল চ্যানেল এবং 16টি OTT চ্যানেলে ফ্রি-সাবস্ক্রিবশন পাবেন।

Advertisements