এক চার্জেই চলবে ১৫৬ কিমি! বাজারের সেরা ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Ather

সময়ের প্রবাহমান স্রোতে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে গাড়ির জগতে। চিরাচরিত ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিনের বদলে CNG অথবা ইলেকট্রিক গাড়ি এখন রাজ করতে শুরু…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সময়ের প্রবাহমান স্রোতে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে গাড়ির জগতে। চিরাচরিত ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিনের বদলে CNG অথবা ইলেকট্রিক গাড়ি এখন রাজ করতে শুরু করেছে রাজপথে। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই পরিবর্তন দেখা গেছে চোখে পড়ার মতো। ধারাবাহিক কয়েকটি কোম্পানির বেড়াজাল ভেদ করে ইতিমধ্যে একাধিক নতুন কোম্পানি ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যারা ইতিমধ্যে সফলভাবে ব্যবসাও শুরু করেছে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের বাজারে একাধিক কোম্পানির অস্তিত্ব থাকার কারণে প্রকার ভেদে গাড়ির দামের ক্ষেত্রেও ভিন্নতা দেখা গেছে। সবচেয়ে কম দামে সেরা ইলেকট্রিক স্কুটার মানুষের হাতে তুলে দিতে বদ্ধপরিকর হয়ে লড়াই করছে এই সমস্ত কোম্পানিগুলি। আজকের নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি Ather ইলেকট্রিক সেগমেন্টে দুর্ধর্ষ স্কুটার লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে সেই ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, Ather 450S HR ইলেকট্রিক স্কুটারে কেমন চোখ ধাঁধানো ফির্চাস লক্ষ্য করা যাবে-

Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, নতুন Ather 450S HR-এ থাকছে একটি ফেজ-3 পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর, যা থেকে সর্বোচ্চ 7.24 বিএইচপি শক্তি উৎপন্ন হবে। 3.7 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, বাজারের অন্যতম সেরা এই ইলেকট্রিক স্কুটার এক চার্জে সর্বোচ্চ 156 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

পাশাপাশি, Ather 450S HR ইলেকট্রিক স্কুটারে তিনটি রাইড মোড উপলব্ধ থাকবে। ইকো, স্মার্ট ও স্পোর্ট মোড ইলেকট্রিক স্কুটারের গতি নির্ধারণ করবে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, গাড়িটি স্পোর্ট মোডে সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে ছুটতে পারবে। পাশাপাশি গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে 6-7 ঘন্টা পর্যন্ত সময় নেয় বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দামের কথা বলি, তবে বাজারের সেরা এই ইলেকট্রিক স্কুটারের প্রাথমিক বিকল্প কিনতে আপনাকে খরচ করতে হবে 1.3 লাখ টাকা।

Advertisements