Bollywood : প্রাক্তন স্ত্রীর গালে চুম্বন, আমিরের কান্ডকারখানায় শোরগোল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পড়তে অসাধারণ একটি খবর ঘুরপাক খাচ্ছে এবং এই খবরটি বেশ গুরুত্বপূর্ণ এবং জমকালো খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন বলিউড সুপারস্টার…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পড়তে অসাধারণ একটি খবর ঘুরপাক খাচ্ছে এবং এই খবরটি বেশ গুরুত্বপূর্ণ এবং জমকালো খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখরে। ইরা খান এবং নুপুর শিখরে একে অপরের সাথে আইনি দিয়ে সেরে ফেলেছেন। ইরা খান ও নূপুর শিখরের বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেয়ের বিয়েতে আমির খান পাগড়ি পরে বেশ সুন্দরভাবে সেজেগুজে এসেছিলেন। শুধু তাই নয়, আমির খান বিয়েতে সবার সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইরা ও নূপুরের বিয়েতে পুরো খান পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল।

Advertisements

ইরা খানের বিয়েতে আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশি হাসি খুশি দেখাচ্ছিলো আসলে মেয়ের বিয়ে তারা তো খুশি থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু গোটা ভিডিও টাতে একটি বিষয় সকলেই নজর কেড়েছে প্রাক্তন শ্রী হলেও আমিরের সঙ্গে তার স্ত্রীর যে সম্পর্ক বেশ মাখো মাখো তা কিন্তু বুঝে নিতে খুব একটা অসুবিধা হয়নি, দর্শকমহলের। কারণ এখানেই দেখা গেছে আমিরকে কিরণের গাল ধরে একটা উষ্ণ চুম্বন করতে।

Advertisements

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্রই কিন্তু একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কারণ এরকম মুখরোচক ভিডিওই তো মানুষ আজকাল পছন্দ করেন, তাদের মধ্যে আর কোন বৈবাহিক সম্পর্ক ঠিক নেই, সেখানে যদি এমন একটা ভিডিও যদি পর্দায় আসে, তাহলে তো মানুষ টপাটপ সেটা গ্রহণ করবেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক ব্যবহারকারী ট্রোল্ড করতে শুরু করে দিয়েছেন।

আইনি বিয়ের পরে শোনা যাচ্ছে, আট ই জানুয়ারি বিয়ে করতে চলেছেন আমি কন্যা ইরা এবং নুপুর। বিয়েতে উপস্থিত থাকবেন পরিবারের এবং বিশেষ কিছু বন্ধু খবরে বলা হয়েছে বিয়ের পর মুম্বাইতে বলিউড সেলেবদের জন্য একটি রিসেপশন পার্টিও দেওয়া হবে।

Advertisements