‘শ্বশুর কা খেল’, অসুখী দাম্পত্য জীবনে রঙ লাগলেন বুড়ো শ্বশুর

কম ডিউরেশনের ভিডিওর প্রতি মানুষের আগ্রহ এখন খুব। বিভিন্ন ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়া প্রোফাইলের টাইমলাইন একটু স্ক্রল করলেই দেখতে পাওয়া যাবে। রিলস এখন খুব জনপ্রিয়…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কম ডিউরেশনের ভিডিওর প্রতি মানুষের আগ্রহ এখন খুব। বিভিন্ন ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়া প্রোফাইলের টাইমলাইন একটু স্ক্রল করলেই দেখতে পাওয়া যাবে। রিলস এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কিছু বলে দেওয়া যায় রিলস ভিডিওর মাধ্যমে। তাহলে কি একটু বেশি ডিউরেশন ওয়ালা ভিডিও এখন একেবারেই করা হচ্ছে না? নিশ্চই হচ্ছে। সেকেন্ডের ভিডিওর মধ্যেও ক্রিয়েটরা অনেক মেহনত করে একটু বেশি সময়ের ভিডিও তৈরি করে মানুষের মনোরঞ্জন করছে। আসলে কনটেন্ট যদি ভালো হয় তাহলে নেট পড়ার মানুষজন নিশ্চই সে সব দেখবেন। সেই সঙ্গে ভিডিওর বিষয় বস্তু হতে হবে উৎসাহ যোগানোর মতো ও সেই সঙ্গে মনোরঞ্জক।

Advertisements

অনেক ভালো ভালো ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে, কিন্তু সব ভিডিওতে ভালো ভিউজ বা সব ভিডিও ভাইরাল হয় না। কিছু ভিডিও আছে যেগুলো পোস্ট করা মাত্র হয়ে যায় ভাইরাল। তরতর করে বাড়তে থাকে ভিউজ। তেমনই একটি ভিডিও আজ এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হল। এই ভিডিওটা সম্প্রতি খুব ভালো ভিউজ পাচ্ছে। তবে ভিডিওটা একা দেখাই ভালো। আর যিনি দেখবেন তার বয়স অবশ্যই হতে হবে আঠারো বছরের বেশি।

Advertisements

ইন্টারনেট জগতে বিনোদনের কোনো অভাব নেই। যে যেটা খুঁজবেন সেটাই পাবেন সার্চ রেজাল্টে। সম্প্রতি নেট দুনিয়ায় বেড়েছে সাহসী ওয়েব সিরিজের চাহিদা। সেই সুযোগে গজিয়ে উঠেছে একের পর এক OTT প্ল্যাটফর্ম। বড়দের বিনোদনের জন্য যেমন এরকম প্রচুর ওয়েব সিরিজ রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু শর্ট ফিল্ম। আপনাদের যাতে বেশি খুঁজতে না হয় সেজন্য এই প্রতিবেদন। প্রতিবেদনের শেষের দিকে রয়েছে একটি গরম ভিডিও। যেটা দেখলে সময় কেটে যাবে খুব তাড়াতাড়ি।

স্বল্পদৈর্ঘ্যের ছবিটির নাম হল ‘শ্বশুর কা খেল’। ভিডিওতে এক অসুখী দাম্পত্যকে দেখানো হয়েছে।

Advertisements