এখন হুজুগের যুগ। কে যে কখন ভাইরাল হয়ে যায় বলা মুশকিল। ভাইরাল হওয়া প্রত্যেক ভিডিওর জন্য একটা বিষয় সমান- নজরকাড়া। আজ যে ভাইরাল ভিডিওর কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটাও নজরকাড়া। আর নজরকাড়া বলেই না এতো এতো ভিউজ হচ্ছে ভিডিওতে।
কে কী ভাবে ভাইরাল হতে চান সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কারা কী ভিডিও দেখবেন সেটাও ব্যক্তিগত। অনেকে হয়তো সব রকম ভিডিও দেখতে পছন্দ করেন না। সেটা যে যার ব্যাপার। তবে টাইমলাইন স্ক্রল করতে করতে এরকম এক আধটা কনটেন্ট বা ভিডিও যে এসে পড়ে না তেমনটা হয়তো না। ভিডিওর ডিউরেশন খুব কম। একটু প্লে করে দেখলেই ভিউ। আসলে এতো লোক নেট ব্যবহার করছেন যে কনটেন্ট মনের মতো হলে ভাইরাল হতে বেশি সময় লাগে না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই প্রতিবেদনের শেষের দিকে দেওয়া ভিডিওটি একটু অন্য রকমের। অনেকে পছন্দ করতে পারেন, আবার অনেকে না-ও করতে পারেন।
ইনস্টাগ্রাম রিলস হিসেবে আপলোড হওয়া এই ভিডিওতে এক যুবতীকে দেখা গিয়েছে। অরিয়া সরকার নামের এই যুবতীকে ইনস্টাগ্রামে এখন অনেকেই ফলো করেন। ইনস্টাগ্রামের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওতে জনপ্রিয় একটি গানে লিপ মিলিয়েছেন যুবতী। তার পরণে রয়েছে আকাশি রংয়ের শাড়ি এবং ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। তাতেই ভিডিও হয়ে গিয়েছে ভাইরাল।
View this post on Instagram