আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই গান, হিট জুটির আরও একটা হিট রোমান্টিক ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ও রোমান্টিক জুটি আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব নিরহুয়াকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক বেশি। ভোজপুরি দর্শকরা এই দুজনকে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ও রোমান্টিক জুটি আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব নিরহুয়াকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক বেশি। ভোজপুরি দর্শকরা এই দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে মরিয়া। আম্রপালি দুবে ও নিরহুয়ার গান মুক্তির অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।

Advertisements

এদিকে তাদের পুরনো গানগুলোও ইউটিউবে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’ ছবির এমনই একটি ভোজপুরি গান ‘নাশা মে চাধল বা আঁখিয়ান’ বর্তমানে ইউটিউবে ভাইরাল হয়েছে। ইউটিউবে বারবার এই গানটি সার্চ করছেন দর্শকরা। গানটি ইউটিউবে আলোড়ন সৃষ্টি করছে।

Advertisements

এই গানের ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রসায়ন বরাবরের মতোই চমৎকার দেখাচ্ছে। এটি একটি রোমান্টিক গান, যেখানে নিরহুয়া এবং আম্রপালি দুজনকেই প্রকাশ্যে রোমান্স করতে দেখা যায়। ছবির এই গানটি সাজানো হয়েছে প্রিয়াঙ্কা সিং ও মধুকর আনন্দের কণ্ঠে। ওয়েভ মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’-এর এই গান ‘নাশা মে চাদাল বা আঁখিয়া’। গানটি এখন পর্যন্ত দশ লক্ষ বারের বেশ দেখা হয়েছে। এই গানের ভিডিওটিও এখানে প্রায় কয়েক হাজার লাইক পড়েছে। গানের কথা লিখেছেন আজাদ সিং এবং সংগীত পরিচালনা করেছেন মধুকর আনন্দ। মঞ্জুল ঠাকুর পরিচালিত ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’ ছবিটি মুক্তির সাথে সাথে সুপারহিট হয়ে ওঠে। মাঝে মধ্যেই ভোজপুরি সিনেমার এই জুটির একাধিক গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিনেমা পুরনো হয়ে গেলেও মানুষ ভুলতে পারে না গানের সুর ও নায়ক নায়িকার রসায়নের কথা।

Advertisements