VIDEO: কোমর দুলিয়ে নাচলেন যুবতী, দেখেই কুপোকাত সকলে

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সব মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এক যুবতী একটি গানের সঙ্গে কোমর দুলিয়েছেন তার পোশাকের সেরকম কিছু নেই…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সব মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এক যুবতী একটি গানের সঙ্গে কোমর দুলিয়েছেন তার পোশাকের সেরকম কিছু নেই একেবারে সাধারন পোশাকে একটা টাইট সালোয়ার কামিজ পরে, তার এই নাচ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তার এই নাচ যে একবার দেখবে তা কিন্তু বারবার দেখতে ইচ্ছা করবে এতটাই সুন্দর সে নেচেছেন।

Advertisements

ভিডিওটি দেখে মনে হচ্ছে, একটা কোন অনুষ্ঠান বাড়িতে তিনি নাচছেন। যেখানে কিন্তু তিনি শুধু একা নয়, সবাই কোমর দোলাচ্ছেন। তার এই নাচ একবার দেখেই কিন্তু মানুষ আর থেমে থাকছেন না বারবার দেখছেন। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু এই ভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর যে কোন অনুষ্ঠান বাড়িতে এই ধরনের নাচ কিন্তু প্রায়শই হয়ে থাকে। যা কিন্তু শুধুমাত্র এখন আর সে অনুষ্ঠান বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইন্টারনেটের মাধ্যমে তার ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত।

Advertisements

‘সানজানা নাদানিয়া’ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সকলের কাছে। ইউটিউব চ্যানেলের এমনিতেই প্রায় subscriber এর সংখ্যা দু লাখেরও বেশি, কিন্তু এই নাচটি পৌঁছে গেছে আরও বেশি মানুষের কাছে। প্রায় এক বছর আগে ভিডিওটি ২১ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। yaar badmash এই গানের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করলেন। তার এই অসাধারণ পারফরম্যান্স কিন্তু শুধু তার বাড়ির লোকজন নয় গোটা দুনিয়া দেখেছেন।

এভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নানান রকম ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে তাদের প্রতিভাকে তুলে ধরছেন। যদিও এই যুবতীকে প্রতিভা তুলে ধরার জন্য কোন রকম ভিডিও করতে দেখা যায়নি। অনুষ্ঠানে আনন্দের সঙ্গে নাচতেই দেখা গেছে, তা সত্ত্বেও তার এই নাচ কিন্তু শুধুমাত্র তার বাড়ির লোকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি।

Advertisements