VIDEO: বাংলা গানের সাথে নাচলেন যুবতী, দেখেই প্রশংসা করেছেন অনেকেই

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিদিপ্তা শর্মা নামের এক যুবতী। অসাধারণ কায়দায় নাচ পরিবেশন করেছেন এবং তিনি নাচের…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিদিপ্তা শর্মা নামের এক যুবতী। অসাধারণ কায়দায় নাচ পরিবেশন করেছেন এবং তিনি নাচের জন্য বেছে নিয়েছেন বেশ পরিচিত একটি বাংলা গান ‘তোকে আগলে রাখি’। বিখ্যাত এই বাংলা গানের তালে তালে গোটা বাংলা কিন্তু একটা সময় পাগল হয়ে গিয়েছিল, তবে শুধু বাংলা নয়, যারা বাংলা গান ভালবাসেন, তারা যদি বিদেশেও থাকেন, তারাও কিন্তু এই গান শুনে রীতিমতন গুনগুন করেছেন এতটাই জনপ্রিয়তা এই গানের।

Advertisements

নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে এক অন্যতম হলেন এই বিদিপ্তা শর্মা। যদিও শ্রীতমা বৈদ্য আছে, যিনি ইউটিউবে বেশ ফেমাস। কিন্তু এই দুজনের মধ্যেও কিন্তু বেশ অসাধারণ নৃত্য শৈলী পারফরমেন্স দেখতে পাওয়া যায় ইউ টিউব এর মাধ্যমে। এদের দুজনেই কিন্তু ভীষণ ভালো নাচ পরিবেশন। তবে আজকে আমরা কথা বলব বিদিপ্তাকে নিয়ে, তার অসাধারণ নাচ কিন্তু প্রত্যেকে দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন।

Advertisements

বিদিপ্তা শর্মা নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো বিষয়টি পৌঁছে গেছে অনেক দূর দূরান্তে এবং তার নাচ মানুষ বেশ পছন্দ করেন অনেক দূর দূরান্ত থেকেও মানুষ কমেন্ট করে বাহবা জানান। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যাও কিন্তু দু লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলেই বুঝতে পারছেন, এই সুন্দরী যুবতী নাচের কত ক্রেস রয়েছে।

তাই তো একবার একটা নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সকলে অপেক্ষা করে থাকেন, কবে তার নতুন নাচের ভিডিও আসবে। খয়েরি শাড়িতে তাকে দারুন লাগছে। আপনিও দেখে নিন অসাধারণ ভিডিও –

Advertisements