বর্তমানে নতুন প্রজন্ম ঘরে বসে অনলাইন শপিং করতেই অনেকটা অভ্যস্ত হয়ে পরেছেন। আর এই অনলাইন শপিং এর মার্কেটে কিন্তু বেশ বাজার দখল করে ফেলেছে ফ্লিপকার্ট।আর সেই জন্যই ফ্লিপকার্ট এবার ক্রেতাদের জন্য দিতে চলেছে। দারুন দারুন অফার সেক্ষেত্রে প্রতি বছরের মতো ২০১৪ সালের প্রথমেই flipkart তার বছরের মতো বড় সেল দিতে চলেছে ‘ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল’ এর মাধ্যমে। এবারে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই বিশেষ ছাড় দিতে চলেছে ফ্লিপকার্ট।
আগামী সপ্তাহে শুরু হবে – চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে ছাড়। অফার চলাকালীন প্রত্যেকটি প্রোডাক্টটি এমআরপি চেয়ে অনেক বেশি সস্তায় পাওয়া যাবে। এছাড়াও সুপার কয়েনের মাধ্যমে অতিরিক্ত ছাড়ও পাবেন কাস্টমার, বিকল্প কাজে লাগানোর সুযোগ সুবিধা থাকছে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank)-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হবে। অন্যদিকে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট বা ইএমআই ট্রানজাকশনে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এছাড়া যদি চান আগে জিনিস কিনে তার পরে টাকা দিতে তাহলেও কিন্তু ফ্লিপকার্টের প্লে লেটার ব্যবহার করতে পারেন।
এছাড়াও পেতে পারেন এই অফারগুলো চটপট চোখ বুলিয়ে দেখে নিন একবার। একবার ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল লাইভ হলে প্রতি ৪ ঘন্টা পর পর রকেট ডিল ঘোষণা করবে সংস্থা। এছাড়া বেশি কেনাকাটা করলে বেশি লাভ হবে, কারণ এক্ষেত্রে ‘বাই থ্রি, গেট ৫% অফ’, ‘বাই থ্রি, গেট ৭% অফ’ ইত্যাদি অফার উপলব্ধ থাকবে।আবার লিমিটেড আওয়ার ব্র্যান্ড ডিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে এবং বিকেল ৪টে থেকে রাত ১০টার মধ্যে লাইভ হবে।
ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) ব্যবহারকারীরা ২৪ ঘন্টা অর্থাৎ একদিন আগে সেলের অ্যাক্সেস পাবেন। তবে একটা কথা মনে রাখবেন আপনি কি নতুন স্মার্ট ফোন কিনতে চাইছেন? রিপাবলিক ডে-তে Samsung, Motorola, Apple, Google এবং Realme-র ফোনে স্পেশাল অফার থাকবে। তবে আর কি আপনি রেডি তো? এই অফার গুলো একেবারে লুটেপুটে নিতে।