আপনি যদি ওয়ানপ্লাস স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে জোরালো অফার। OnePlus Nord 2T 5G স্মার্টফোনটি বাম্পার ফিচারের সাথে পাওয়া যাচ্ছে। 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের এমআরপি 28,999 টাকা। আপনি যদি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে সেলে ফোন কিনে থাকেন তাহলে অনলাইনে কিছু টাকা ছাড় পেলেও পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে ফোনটি কিনে আপনি আরও বেশি টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া বাড়তি ছাড় নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থার উপর।
কোম্পানি এই ফোনে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে দিচ্ছে। এই ডিসপ্লেটি 20: 9 এর আসপেক্ট রেশিও এবং 90Hz এর রিফ্রেশ রেটের সাথে আসে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ফাইভ রয়েছে। ওয়ানপ্লাসের এই ফাইভ জি ফোনে টুয়েলভ জিবি পর্যন্ত র ্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে কোম্পানি এই ফোনে দিচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট।
ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মনো লেন্স। সেলফির জন্য ফোনের সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন।
কোম্পানি এই ফোনে 4500mAh ব্যাটারি দিচ্ছে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi, ব্লুটুথ 5.2, NFC এবং GPS এর মতো বিকল্প রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অক্সিজেন ওএস-এ কাজ করে।