বোল্ড ওয়েব সিরিজ তৈরির কাজে এগিয়ে এসেছে একাধিক প্রোডাকশন সংস্থা। Ullu এর কথা তো অনেকেই শুনেছেন। একের পর এক বোল্ড ওয়েব সিরিজ তারা উপহার দিয়েছে। এরই মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে আরও একটি নাম -Primeplay। উল্লুর মতো প্রাইম প্লে-তেও রিলিজ করা হয় বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ।
সম্প্রতি নেট ইউজারদের মধ্যে আলোচনায় রয়েছে Primeplay এর একটি ওয়েব সিরিজ। cheekh নামের একটি ওয়েব সিরিজ নেট মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছিল। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, cheekh প্রাইম প্লে নির্মিত ওয়েব সিরিজ। প্রথম পার্টির সাফল্যের পর এই ওয়েব সিরিজের প্রতি মানুষের আগ্রহ বহু গুণ বেড়েছে। প্রত্যাশা এখন দ্বিগুণ। কাস্টিং দেখলে অনুমান করতে পারবেন এই ওয়েব সিরিজ ঠিক কতটা গরম হতে পারে।
Prime Play, এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে উঠতে পারে একের পর এক ওয়েব সিরিজের নাম। অল্প দৈর্ঘ্যের সিরিজগুলো ভাগ করা থাকে ছোটো ছোটো পর্বে। তাতে অবশ্য এন্টারটেইমেনটের কোনো ঘাটতি থাকে না। কারণ স্টোরি লাইন হয় বেশ টানটান। সাসপেন্স, থ্রিলার, ক্রাইম এবং Prime Play যেটার জন্য প্রসিদ্ধ সেই রোমান্স দৃশ্যের অভাব হয় না সিরিজগুলোতে। তেমনই একটি ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম রাখা হয়েছে cheekh। রয়েছে নিষিদ্ধ প্রেমের গল্প। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন নিউ আর্টিস্ট সুপার্ব, কেউ লিখেছেন ওয়েটিং ইগার্লি, কেউ আবার লিখেছেন ‘প্রাইম প্লে ইজ ব্যাক’।