Dance Video: একজন নয়, ভরা স্টেজে দুই যুবতীর দুর্দান্ত নাচ দেখে, ঘাম ঝরলো ভক্তদের গা দিয়ে

সম্প্রতি অসাধারন একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করছেন দুই যুবতী। তাদের অসাধারণ নাচ দেখে আপনার…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

সম্প্রতি অসাধারন একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করছেন দুই যুবতী। তাদের অসাধারণ নাচ দেখে আপনার একবার হলেও মনে হবে, একেবারে ডবল ধামাকা স্টেজের উপর তাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে সকলে রীতি মতন পাগল হয়ে গেছেন। স্টেজের মধ্যে তাদের উন্মাদ নাচ সকলে কিন্তু রীতি মতন তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, আমরা সব সময় একজন যুবতীকে নাচতে দেখি, যখন সেখানে যুবতীর সংখ্যা একেবারে ডবল হয়ে যায়, তখন তো ধামাকা ডবল হবেই।

Advertisements

Comedy ka Duniya ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সকলের কাছে, আর এই ভিডিওটি মানুষ একবার নয়, বারবার দেখেছেন আসলে এত সুন্দর নাচ মানুষ তো সত্যিই একবার নয়, বারবার দেখবেন ইচ্ছা করলেই যখন একটা ফোন খুলে দেখতে পাওয়া যায় তখন আর অসুবিধা কোথায়? যদিও এখন মাত্র পাঁচটা কমেন্ট পড়েছে, কিন্তু আশা করা যাচ্ছে, এই পাঁচটা কমেন্ট এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এত সুন্দর নাচ মানুষ একবার ছেড়ে বারবার দেখে অবশ্যই ইতিবাচক কমেন্ট করবেন।

Advertisements

নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন, তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে ও এই ধরনের হারিয়ানভি গানের কিন্তু বেশ চাহিদা আছে, সেই গানের তালে তালে নাচতে কিন্তু ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা। ইচ্ছে করলে আপনিও দেখে নিতে পারেন অসাধারণ এই নাচের ভিডিও।

Advertisements