ডেলিভারি বয়ের জীবন সংগ্রামের কাহিনী বদলে দেবে আপনার জীবন। সাহস থাকলে কোনো কাজই যে কঠিন নয় তা সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও রয়েছে যাতে বিভিন্ন কোম্পানির ডেলিভারি এজেন্টদের সংগ্রামের গল্প রয়েছে। অনেকেই তাদের থেকে অনুপ্রেরণা নেন। তবে আজকাল এরকম আরেকটি ভিডিও টুইটারে ভাইরাল হচ্ছে। যেখানে একজন প্রতিবন্ধী ডেলিভারি বয়কে জীবন সংগ্রাম করতে দেখা গেছে। যে ভিডিওটি একজন ব্যর্থ মানুষকেও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া প্রতিবন্ধী সেই মানুষটির ভিডিও রীতিমতো পছন্দ করছে নেট প্রেমীরা। যেখানে ছোটখাটো ইনজুরি হলে আমরা অনেক সময় আমাদের কাজ পিছিয়ে দিই। সেখানে একজন প্রতিবন্ধী মানুষ জীবনের জন্য সংগ্রাম করছেন। হিমাংশু নামের এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মোটর চালিত একটি হুইলচেয়ারে বসা এক ব্যক্তি তার নিজের গন্তব্যে এগিয়ে যাচ্ছেন। তিনি Zomato এর টি-শার্ট পরেছেন। অর্থাৎ তিনি Zomato কোম্পানির তরফ থেকে খাওয়ার ডেলিভারি করে নিজের জীবিকা নির্বাহ করেন।
Hats off to this man #Zomato #zomatoindia pic.twitter.com/36AyCdcPsB
— Himanshu (@himanshuk783) February 8, 2023
হিমাংশু যখন ভিডিওটি রেকর্ড করছিলেন তখন তিনি ওই মানুষটির পঙ্গুত্বতা সম্পর্কে অবগত ছিলেন না। সামনে যেতেই তার চক্ষু চরক গাছ হয়। আসলে ওই ডেলিভারি লোকটি দিব্যন্ ছিলেন। ওই লোকটি যখন বুঝতে পারেন তাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে তখন তিনি পেছনে ফিরে একটি মুচকি হাসি দেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। ইতিমধ্যে ১৪ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছে। পাশাপাশি একাধিক নেট প্রেমিরা এই ব্যক্তিকে আসল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া অনেকেই বলছেন, এই ভিডিও আমাদের প্রেরণা যোগাতে সাহায্য করবে।