Electric Scooters Under 1 Lakh: কম দামে ভালো ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? এক লাখের মধ্যে এই স্কুটার গুলির ফির্চাস দেখলে চমকে যাবেন

বর্তমানে প্রগতিশীল ভারতে প্রত্যেকটি পরিবারের অন্যতম প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক স্কুটার। আর সেই কারণে মার্কেটে একাধিক কোম্পানি সবচেয়ে কম দামে গুণগত মনে ভালো…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

বর্তমানে প্রগতিশীল ভারতে প্রত্যেকটি পরিবারের অন্যতম প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক স্কুটার। আর সেই কারণে মার্কেটে একাধিক কোম্পানি সবচেয়ে কম দামে গুণগত মনে ভালো স্কুটার উপলব্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। তবে মধ্যবিত্তের নাগালের মধ্যে কোন ইলেকট্রিক স্কুটার গুলি রয়েছে তা প্রায় সবার অজানা। আজ আমরা আপনাদের এই নিবন্ধে পরিচয় করিয়ে দেব কোন ইলেকট্রিক স্কুটার গুলি বাজার থেকে আপনি ১ লাখ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন-

Advertisements

১. Hero MotoCorp: Hero কোম্পানির Hero Optima CX মডেলের ইলেকট্রিক স্কুটারটি এই তালিকার শীর্ষে রয়েছে। চাইলে আপনি এই স্কুটারটি এক্স শোরুম থেকে মাত্র 77,490 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, Hero Optima CX মডেলের এই স্কুটারটি একক চার্জে 140 কিমি পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম।

Advertisements

২. Hero Photon: এই তালিকার দ্বিতীয় স্থানে আরও একটি হিরোর ইলেকট্রিক স্কুটার রয়েছে। হিরো ইলেকট্রিক ফোটন মডেলের এই ইলেকট্রিক স্কুটারটির বর্তমানে এক্স শোরুমে দাম 72,240 টাকা। এই বৈদ্যুতিক স্কুটারটি সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে একবার চার্জে 108 কিলোমিটার পর্যন্ত রাস্তা পাড়ি দিতে পারে।

৩. Ola Ace: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ড্যাসিং লুকিং Ola Ace ইলেকট্রিক স্কুটারটি। বর্তমানে বাজারে উপলব্ধ সবকটি স্কুটারকে সৌন্দর্যের দিক থেকে পেছনে ফেলেছে Ola Ace। আপনি চাইলে এই ইলেকট্রিক স্কুটারটি এক্স-শোরুম থেকে মাত্র 99,999 টাকায় ক্রয় করতে পারেন। জানলে অবাক হবেন, Ola Ace-র সর্বোচ্চ গতি 90 কিমি/ঘন্টা এবং এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে 121 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে।

Advertisements