Arijit Singh: আইপিএলের বড় চমক, উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং!

আইপিএলের পঞ্চদশ সংস্করণে ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গোপন সূত্র মারফত জানা গেছে, আসন্ন আইপিএলের মেগা আসরে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

আইপিএলের পঞ্চদশ সংস্করণে ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গোপন সূত্র মারফত জানা গেছে, আসন্ন আইপিএলের মেগা আসরে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন ভারত সেরা অরিজিৎ সিং। বিসিসিআইয়ের তরফ থেকে এমনই পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আইপিএল ২০২৩-এর পূর্ণাঙ্গ সময়সূচী প্রণয়ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে মেগা আসরের উদ্বোধনী ম্যাচ।

Advertisements

উল্লেখ্য, আসন্ন আইপিএলের মেগা আসরে একাধিক নতুন নিয়ম প্রণয়ন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে ১০টি দল অংশগ্রহণ করায় নিয়মে বেশ কিছুটা পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। বিগত কয়েক বছর করোনার কারণে হোম এবং অ্যাওয়ে ফরম্যাট বন্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আসন্ন আসরে সেই নিয়ম আবার ফিরিয়ে আনা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

Advertisements

আর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান। যে উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের পারফরমেন্সের সাক্ষী হয়ে থাকতে পারেন লক্ষ্যাধিক দর্শক। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জানান, “আর পাঁচ জন মানুষের মত অরিজিৎ সিং ক্রিকেটের একজন বিরাট ভক্ত। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অরিজিৎ সিংয়ের সঙ্গে আলোচনা করেছি। যদি সব কিছু ঠিক থাকে তবে উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের পারফরমেন্স উপভোগ করতে পারেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।”

Advertisements