Bajaj Yulu E-scooter: Bajaj- এর সঙ্গে জুটি বেঁধে কম দামে E-scooter নিয়ে এলো Yulu, রয়েছে চোখ ধাঁধানো বৈশিষ্ট্য

ভারতের বাজারে আরও একটি নতুন অত্যাধুনিক E-scooter- এর আগমন ঘটতে চলেছে। মোবিলিটি টেক কোম্পানি Yulu এবার গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj Auto-র সঙ্গে জুটি বেঁধে এই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের বাজারে আরও একটি নতুন অত্যাধুনিক E-scooter- এর আগমন ঘটতে চলেছে। মোবিলিটি টেক কোম্পানি Yulu এবার গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj Auto-র সঙ্গে জুটি বেঁধে এই কাজে নেমে পড়েছে। বিভিন্ন মাধ্যমের তথ্য অনুসারে Bajaj Auto-র সঙ্গে জুটি বেঁধে Yulu দুটি নতুন ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে। Bajaj Yulu E-Scooter দুটির নাম হল Miracle GR এবং DeX GR। মূলত ভারতের রাস্তার পরিকাঠাম এবং মানুষের চাহিদার কথা ভেবে এই স্কুটার দুটি ভারতে নির্মাণ হচ্ছে। একটি মডেল অধিক মাইলেজ এবং একটি অত্যাধিক ভার বহনকারী গাড়ি হিসেবে জায়গা দখল করবে ভারতে।

Advertisements

Miracle GR এবং DeX GR স্কুটারে AI ভিত্তিক প্রযুক্তিতে কাজ করেছে Yulu। আর সেই কাজের দেখভাল করছে ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান Bajaj Auto। এই দুই কোম্পানির মিলিত পার্টনারশিপে মূলত তৈরি হবে গাড়িটি। গাড়ি বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতের বাজারে আসতে চলা নতুন এই দুটি ইলেকট্রিক গাড়ির মূল্য তুলনামূলকভাবে কম হবে। তবে এই গাড়ি দুটি ভারতীয় বাজারে কত টাকায় বিক্রি করা হবে তা কোম্পানি তরফ থেকে জানানো হয়নি।

Advertisements


যদি Miracle GR গাড়িটির বৈশিষ্ট্যের কথা বলি তবে এটি একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল। শহরাঞ্চলে সর্বাধিক জ্যামের কথা মাথায় রেখে গাড়িটির সর্বোচ্চ গতি 25KM/H রাখা হয়েছে। ওজনের দিক থেকেও বেশ হালকা এবং পরিশেষে নারী-পুরুষ উভয়ই গাড়িটি ব্যবহার করতে পারবেন।


অন্যদিকে, যদি DeX GR গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলি তবে এই গাড়িটিও একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল। মূলত বিভিন্ন কোম্পানির ডেলিভারি বয়দের কথা মাথায় রেখে গাড়িটি নির্মাণ করা হচ্ছে। গাড়িটি সর্বোচ্চ 15kg মাল নিয়ে নির্দিষ্ট গতিতে চলতে সক্ষম। রাতে এই গাড়িটির ব্যবহার সচল রাখতে কোম্পানি এতে ব্রাইট হেড এবং টেইল লাইটের প্রযুক্তি ব্যবহার করেছে।

Advertisements