অবশেষে সমস্ত জল্পনার সমাপ্তি ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে। আসন্ন আইপিএলের পাশাপাশি চলতি বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের মেগা আসর মিস করবেন ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহ! ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনই সংবাদ ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, জসপ্রিত বুমরাহর চোট অত্যন্ত গুরুতর হওয়ার কারণে আরও একবার তার পিঠে অস্ত্রোপচার করা হবে। তবে দেশে নয়, জটিল অস্ত্রপচারের জন্য সুদূর নিউজিল্যান্ড উড়ে যাবেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
আপনাদের জানিয়ে রাখি, ২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বুমরাহ। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন এই জোরে বোলার। উল্লেখ্য, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে গুরুতর চোট পান জসপ্রিত বুমরাহ। এরপর তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
এদিকে ভারতীয় তারকা বোলারের নিয়ে কোনরকম রিক্স নিতে নারাজ রজার বিনির বোর্ড। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি জানিয়েছেন, জসপ্রিত বুমরাহকে নিয়ে কোনরকম পরীক্ষা করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সুস্থ হয়ে তবেই জাতীয় খেলায় প্রত্যাবর্তন করবেন তিনি। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটনের অধীনে বুমরার অস্ত্রোপচার সম্পন্ন হবে। ইতিপূর্বে জোফরা আর্চার, শেন বন্ডের মত তারকা ক্রিকেটারদের চিকিৎসা করেছেন রোয়ান সাউটন। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছে, অস্ত্রোপচারের পর বুমরাহর মাঠে ফিরতে ২০-২৪ সপ্তাহ সময় লাগবে।







