এই মুহূর্তে আপনি যদি একটি স্পোর্টস বাইকের মালিক হতে চান তাহলে আপনি চাইলেই TVS Apache RTR 160cc বাইকটি নিজের করে নিতে পারেন। আর এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 21,000 টাকা! যদি এমন একটি স্পোর্টস বাইকের মালিক হতে চান, তাহলে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে জানাতে চলেছি কিভাবে আপনি এত কম টাকায় Apache RTR 160cc বাইকটি ক্রয় করতে পারবেন। তবে তার আগে জেনে নিন বাইকটির কিছু দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-
যদি এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিনিয়ার কথা বলি সে ক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, TVS Apache RTR 160cc গাড়িটিতে 159.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। শক্তিশালী এই ইঞ্জিনটি 16.04 PS শক্তি এবং 13.85 Nm পিক টর্ক জেনারেট করে। পাশাপাশি ইঞ্জিনটি 5 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত হয়ে কাজ করতে সক্ষম। এছাড়া বাইকটিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। যদি দামের কথা বলি, তবে এই মুহূর্তে গাড়িটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 1,49,677 টাকা! আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে 21 হাজারে গাড়িটি আপনি কিনবেন।

দিল্লির এক্স শোরুমে বর্তমানে গাড়িটির মূল্য 1,24,590 টাকা। তবে অন-রোডে গাড়িটি নিয়ে আসতে একসঙ্গে দেড় লক্ষ টাকা খরচ করতে হতে পারে আপনাকে। আর এই কারণে সহজ সুদে EMI-এর সুবিধা গ্রহণ করতে পারেন আপনি। যদি এই সুবিধাটি আপনি গ্রহণ করেন সে ক্ষেত্রে মাত্র 21,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে আপনাকে। এরপর তিন বছরের প্লান গ্রহণ করতে পারেন আপনি। সে ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে কিস্তি বাবদ 4,134 টাকা পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধের টাকাটি আপনাকে 9.7% সুদে পরিশোধ করতে হবে। অর্থাৎ একসাথে লক্ষাধিক টাকা খরচ না করে আপনিও হতে পারেন একটি স্পোর্টস বাইকের মালিক।







