Oppo Reno 8T: 108MP ক্যামেরার ফোন কিনুন 12,000 টাকা ছাড়ে! Oppo Reno 8T 5G ফোনে বিশেষ অফার দিল ফ্লিপকার্ট

ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং মাধ্যম ফ্লিপকার্টে বর্তমানে big saving day sale চলছে। এই মুহূর্তে আপনি চাইলে আপনার পছন্দের জিনিসটি খুব কম টাকায় কিনতে পারবেন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং মাধ্যম ফ্লিপকার্টে বর্তমানে big saving day sale চলছে। এই মুহূর্তে আপনি চাইলে আপনার পছন্দের জিনিসটি খুব কম টাকায় কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে। যদি আপনি এখন একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের ফ্লিপকার্টে একটি স্মার্টফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছে আপনাদের।

Advertisements

যদি আপনি একটি 5G স্মার্ট ফোন কিনতে চান, তবে Oppo Reno 8T 5G ফোনটির দিকে দৃষ্টিপাত করতে পারেন। যদি ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের জানাই, তবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। Oppo Reno 8T 5G ফোনটিতে 108MP ট্রিপল সেটআপ দিয়েছে কোম্পানী।

Advertisements

প্রিমিয়াম মডেলের এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ অ্যামোলেট ডিসপ্লে দেওয়া হয়েছে। তাছাড়া 8GB RAM ও 128GB স্টোরেজ সহ বাজারের সেরা ফোনের তালিকায় নাম রয়েছে Oppo Reno 8T 5G ফোনটির। যদি এই ফোনের শোরুম মূল্য বলি, তবে আপনি চাইলে ফোনটি 38,999 টাকা দিয়ে ক্রয় করতে পারেন।

তবে আজ আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে 12,000 টাকা ছাড়ে ফোনটি ক্রয় করতে পারবেন। এর জন্য আপনাকে ফ্লিপকার্টের সেল অফারটি গ্রহণ করতে হবে। যে অফারের আওতায় আপনি 23% ডিসকাউন্টে অর্থাৎ মাত্র 29,999 টাকায় ফোনটি ক্রয় করতে পারবেন। এর জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 5% ছাড়, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে অতিরিক্ত 10% ছাড় এবং ব্যাঙ্ক অফারের সাথে 3,750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

Advertisements