Hair Care Tips: কালার ব্যবহার করেও চুলের রং সাদা হয়ে যাচ্ছে? এই পদ্ধতিতে মেহেদি ব্যবহার করে পান পাবেন ঘন কালো চুল

বয়সের কারণে হোক কিংবা দূষিত পরিবেশের কারণে, চুল সাদা হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। কম বয়সে চুলের উজ্জ্বল্য ভাব হারিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তরুণ-তরুণীরা।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বয়সের কারণে হোক কিংবা দূষিত পরিবেশের কারণে, চুল সাদা হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। কম বয়সে চুলের উজ্জ্বল্য ভাব হারিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তরুণ-তরুণীরা। বাজারে প্রাপ্ত একাধিক রাসায়নিক রং চুলে মেখেও সমস্যার সমাধান করতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে দেখা যায় অধিকাংশ তরুণ-তরুণীরা অবসাদের ভুগতে থাকেন। আজ আমরা চুলের যত্নে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ব্যবহারিত একটি মিশ্রণ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। যে মিশ্রণটি ব্যবহার করলে চুলের রং দীর্ঘদিন পর্যন্ত কালো থাকবে আপনার।

Advertisements

এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একগুচ্ছ মেহেদি পাতা। তবে শুধু মেহেদি পাতার মিশ্রণ চুলে ব্যবহার করলে হবে না। এর সঙ্গে আরও কয়েকটি প্রয়োজনীয় উপাদান যুক্ত করতে হবে আপনাকে। প্রথমত, মেহেদির মিশ্রণে চা-পাতা ভেজানো জল এবং কফি ভেজানো জল যুক্ত করুন। এরপর আমলা পাউডার যুক্ত করে মিশ্রণটি ভালোভাবে প্রস্তুত করুন।

এরপর মিশ্রণটি ব্যবহার করতে হবে সাদা হয়ে যাওয়া চুলে। তবে মিশ্রণটি চুলে লাগিয়ে সাথে সাথে ধুয়ে ফেলা কিংবা শ্যাম্পু করা যাবেনা। এর জন্য আপনাকে মিশ্রণ লাগানোর পর কমপক্ষে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে মেহেদির মিশ্রণটি আপনার চুলের রং কালো করে তুলবে। নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। তবে এই পদ্ধতি অনুসরণ করলে প্রতিদিন শ্যাম্পু কিংবা চুল ধুয়ে ফেলা যাবে না। এতে চুল থেকে মেহেদির রং উঠতে শুরু করবে এবং আপনার চুল পুনরায় সাদা হবে। দীর্ঘদিন চুল কালো রাখতে হলে আপনাকে কয়েকদিন পর পর চুল ধুতে হবে।

Advertisements
Advertisements