ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সর্বদা সোশ্যাল মিডিয়ায় নজরে থাকেন। হোক আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের মাধ্যমে, নয়তো ব্যক্তিগত কারণে। বর্তমানে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর বর্তমানে ক্রিকেটপ্রেমীদের দ্বারা সমালোচিত হচ্ছেন তিনি। ক্রিকেট ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগত কারণে সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছেন ভারতীয় এই ক্রিকেটার।
সম্প্রতি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ার তীব্র আলোচনা হচ্ছেন তার আড়াই কোটি টাকার মূল্যের অডি গাড়ির জন্য। lifestic0001-এর ইনস্টাগ্রাম পেজ থেকে কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মহারাষ্ট্রের একটি থানার সামনে দাঁড়িয়ে থাকা অডি গাড়িকে বিরাট কোহলির বলে দাবি করা হয়েছে। ভিডিওটিতে বলা হয়েছে, মহারাষ্ট্র পুলিশের হাতে ধরা পড়ে বিরাটের এই গাড়িটি। আর সেখান থেকে থানার বাইরে পার্ক করে রাখা হয়েছে আড়াই কোটি মূল্যের এই প্রিমিয়াম মডেলের গাড়িটি।
তবে সংবাদের সত্যতা খুঁজতে গিয়ে দেখা গেছে, বিরাট কোহলি বেশ কয়েক বছর আগে গাড়িটি দালালের মাধ্যমে আড়াই কোটি টাকার বিনিময়ে শ্যাগি নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। জানা গেছে, ওই ব্যক্তি বহুমূল্যের গাড়িটি তার প্রেমিকাকে উপহার দেন।
তবে বর্তমানে একটি চমকপ্রদ বিষয় সামনে এসেছে যে, শ্যাগি হলেন সেই ব্যক্তি যিনি কোটি কোটি টাকার কল সেন্টার কেলেঙ্কারিতে জড়িত। কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর দেশ ছেড়ে পালিয়ে ছিলেন শ্যাগি। তবে পুলিশ পরে শ্যাগিকে গ্রেপ্তার করে এবং তার ব্যক্তিগত জিনিস বাজেয়াপ্ত করেন। সেই সময় গাড়িটি তুলে থানায় নিয়ে আসে মহারাষ্ট্রের ওই থানার পুলিশ। যা এখনো পড়ে রয়েছে থানার বাইরে রাস্তার ধারে।