আধুনিক যুগের যতই অগ্রসর হচ্ছে, মানুষের চাহিদা ততোই বেড়ে চলেছে। আরাম প্রিয় মানুষরা বর্তমানে 5 সিটার গাড়িটির চেয়ে 7 সিটার গাড়ি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের 5 সিটার গাড়ির উৎপাদন বন্ধ করে 7 সিটার গাড়ি নির্মাণের দিকে নজর দিয়েছে। টাটা কিংবা মহেন্দ্রা, বড় গাড়ি নির্মাণে কোন ভাবে পিছিয়ে নেই ভারতের গাড়ি নির্মাণ কোম্পানিগুলি।
এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে Citroen। তাদের স্বল্প দৈর্ঘ্যের গাড়ি নির্মাণ বন্ধ করে খুব শীঘ্রই বাজারে 7 সিটার গাড়ি আনতে চলেছে। জানা গেছে, Citroen তার 7 সিটার কমপ্যাক্ট MPV গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে Citroen-এর দুটি পণ্য তথা C3 হ্যাচব্যাক এবং C5 এয়ারক্রস রয়েছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। কোম্পানির তরফ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Citroen-এর এই 7 আসনের MPV পরীক্ষার পর্যায়ে রয়েছে গাড়িটি।
কোম্পানির তরফ থেকে একটি প্রোটোটাইপ গাড়ি ইতিমধ্যে প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে গাড়িটির অত্যাধুনিক সুবিধার কথা জানানো হয়েছে গ্রাহকদের জন্য। Citroen C3-এর চেয়ে আসন্ন গাড়িটি আকৃতিতে বড় হবে এবং এটির কেবিনের আরও জায়গা থাকবে বলে জানানো হয়েছে। তাছাড়া প্লাস্টিকের বডি ক্ল্যাডিং, বড় গ্লাস এরিয়া, লম্বা পিছনের ওভারহ্যাং এবং বর্ধিত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মত সুবিধা দেখা যাবে গাড়িটিতে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, MPV গাড়িটি দৈর্ঘ্যে 4 মিটারের চেয়ে লম্বা হবে। যে কারণে বসার জন্য গাড়িটিতে অধিক জায়গা পাবেন গ্রাহকরা।