Hero MotoCorp: হিরোর ‘বাম্পার অফার’, শোরুম থেকে Splendor এবং Destiniy কিনুন মাত্র 4999 টাকায়!

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি হিরো তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি বাম্পার অফার ঘোষণা করেছে। যার অধীনে নতুন গাড়ি ক্রেতা, পুরানো গাড়ি ক্রেতা, ঋণের মাধ্যমিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি হিরো তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি বাম্পার অফার ঘোষণা করেছে। যার অধীনে নতুন গাড়ি ক্রেতা, পুরানো গাড়ি ক্রেতা, ঋণের মাধ্যমিক গাড়ি ক্রেতা এবং সম্পূর্ণ ডাউন পেমেন্ট গাড়ি ক্রেতাদের জন্য বিভিন্ন অফার রয়েছে।কোম্পানির পক্ষ থেকে জারি করা অফারটি আগামী 31 মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে। এই অফারের অধীনে আপনি হিরোর যেকোনো বাইক কিংবা স্কুটার কিনতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, কাদের জন্য কি ধরনের অফার জারি করেছে কোম্পানিটি-

Advertisements

নতুন গাড়ি ক্রেতাদের জন্য অফার: IDFC ফার্স্ট ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদা কার্ডধারীরা এই অপারেট আওতাভুক্ত হবেন। এই অফারের অধীনে 5% হারে সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি নতুন গাড়ি কেনার জন্য অতিরিক্ত 3,000 টাকা নগদ বোনাস প্রদান করা হচ্ছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

পুরনো গাড়ি এক্সচেঞ্জ অফার: নতুন গাড়ি বিক্রির পাশাপাশি গ্রাহকদের জন্য আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার রেখেছে Hero MotoCorp। এই অফারের অধীনে আপনি যদি আপনার পুরানো গাড়িটি কোম্পানির হাতে তুলে দিয়ে একটি নতুন গাড়ি ঘরে নিয়ে যেতে পারবেন। এই অফারের অধীনে আপনি গাড়িটির সর্বোচ্চ মূল্যের পাশাপাশি 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।

লোনের মাধ্যমে গাড়ি ক্রয়: যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে আপনি গাড়ি ক্রয় করতে না পারেন, সে ক্ষেত্রে হিরোর শোরুম থেকে লোন নিয়ে গাড়ি কিনতে পারবেন আপনি। এমন পরিস্থিতিতে আপনাকে মাত্র 4,999 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকা শোরুমকে কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি সম্পূর্ণ পেমেন্ট করে গাড়ি ক্রয় করতে চান সে ক্ষেত্রেও আপনাকে সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত ছাড় দেবে কোম্পানি।

Advertisements