বনের রাজা সিংহ যাকে এড়িয়ে চলতে ভালবাসে যে কোন প্রাণী। তবে ভুল স্থানে প্রবেশ করার ফলে নিজের সম্মান হারিয়ে ফেলল সেই ভয়ংকর প্রাণীটি। তাও আবার কুকুরের কাছে তাড়া খেয়ে প্রাণে বাজলো মস্ত সিংহ। শুনতে অবাক লাগছে, বিস্ময়কর হলেও ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।
বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি নিজের টুইটার একাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, বনের রাজা সিংহ মাথা উঁচু করে হেঁটে বেড়াচ্ছে গুজরাটের রাস্তায়। কিছুক্ষণ পর চারটি কুকুরকে একসঙ্গে সিংহের ওপর হামলা করতে দেখা যায়। কুকুর দলের আকস্মিক হামলার ফলে দিশেহারা হয়ে সিংহটিকে ছুটে পালাতে দেখা গেছে।
अपनी गली में तो कुत्ता भी शेर होता है🤔🤔
From the streets of Gujarat. Via @surenmehra pic.twitter.com/clhYLlcq6C
— Susanta Nanda (@susantananda3) March 22, 2023
সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই ইতিমধ্যে কুড়ি হাজারেরও বেশি মানুষ ভিডিওটি উপভোগ করেছেন। পাশাপাশি কয়েক হাজার মানুষ ভিডিওটিতে কমেন্ট করেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”কুকুররা ভালো করেই জানে যে, সিংহ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “ঐক্যের মধ্যে শক্তি আছে।” তৃতীয়টি লিখেছেন, “রাস্তার রাজা বনাম জঙ্গলের রাজার লড়াই।”
আপনাদের জানিয়ে রাখি, বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা বিভিন্ন সময় ইন্টারনেটে প্রাণীদের এই ধরনের ভিডিও শেয়ার করে থাকেন। ইতিপূর্বে তিনি একটি কিং কোবরার ভয়ানক ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল নেটিজেনদের মোবাইলে।