Viral Video: বাইক স্টান্ট করতে গিয়ে ঘটলো চরম অঘটন, 3 ছেলের কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আজকাল মুহূর্তের মধ্যে যেকোন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক কথায়, জনপ্রিয় হয়ে ওঠা এখন যে কারোর হাতের মুঠোয়। আজকালকার ছেলে-মেয়েরা বিভিন্ন সময়ে নানা ধরনের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজকাল মুহূর্তের মধ্যে যেকোন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক কথায়, জনপ্রিয় হয়ে ওঠা এখন যে কারোর হাতের মুঠোয়। আজকালকার ছেলে-মেয়েরা বিভিন্ন সময়ে নানা ধরনের রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার প্রবণতায় মেতেছে। সম্প্রতি কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে নেট পাড়ায়। যেখানে তিনটি কম বয়সী ছেলের কর্মকাণ্ড দেখে তাদের শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। চলুন, পুরো ঘটনা জেনে নেওয়া যাক-

Advertisements

বর্তমানে তরুণ-তরুণীরা হাতে বাইক কিংবা স্কুটার পেলেই রাস্তার মাঝে স্টান্ট দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় দেখা যায়, সেই দুঃসাহসিকতার ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ফলে ফাঁকা রাস্তা পেলেই নিজেদেরকে ভাইরাল হওয়ার প্রবণতা থেকে আটকানো সম্ভব হয় না তরুণ-তরুণীদের।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি তীব্র ভাইরাল হচ্ছে, সেখানে একটি হাইওয়েতে তিনটি ছেলেকে একটি স্প্লেন্ডার বাইকে করে যেতে দেখা গেছে। তবে মধ্যপথে নিজেদের বাইকটি সাপের মত দোলাতে শুরু করে ওই তরুণের দল। নিকটবর্তী একটি গাড়ি থেকে সেই ভিডিও ক্যামেরা বন্দি করতে থাকেন একজন ব্যক্তি। কিছু সময় যেতে না যেতেই আপনি দেখতে পাবেন, গাড়িটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারের সাথে ধাক্কা খায়।

এরপর ওই তিন যুবককে উড়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে পড়তে দেখা যায়। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি @NehaAgarwal_97 নামের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি ইতি মধ্যে 30 হাজারেরও বেশি মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন ভিডিওটিতে। একজন নেট ব্যবহারকারী লিখেছেন,’নিজেরাও মরবে অন্যকেও মারবে।’ অন্য একজন লিখেছেন, ‘এই ধরনের স্টান্ট করতে দেখলে প্রশাসনের উচিত তাদের বিপক্ষে চরম ব্যবস্থা নেওয়া।’

Advertisements