এক সময় হাস্যকর ডিজাইনের জন্য রতন টাটার স্বপ্নের প্রকল্প Tata Nano-র বাজার ধ্বংস হয়েছে ভারতে। মধ্যবিত্তের স্বপ্নের কথা ভেবে সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়ার অঙ্গীকার গ্রহণ করেছিলেন রতন টাটা। সেই উদ্দেশ্যে বছর ১৫ আগে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছিলেন Tata Nano-র ফ্যাক্টরি। 624 cc টুইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত সেই গাড়ির উৎপাদন শুরু হলেও ভারতীয় গাড়ি প্রেমীদের মনে জায়গা করে নিতে পারেনি। ফলে খুব শীঘ্রই রতন টাটা তার নিজের স্বপ্নের প্রকল্প বন্ধ করতে বাধ্য হন।
তবে সম্প্রতি জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণ নতুনভাবে সেই স্বপ্ন আবার দেখতে শুরু করেছেন টাটা কোম্পানির কর্ণধর রতন টাটা। তবে এবার আর ডিজেল চালিত গাড়ি নয়, বরং ইলেকট্রিক গাড়ি সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছেন তিনি। নিজের স্বপ্নের গাড়ি Tata Nano-র ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এনে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মাণ এই প্রতিষ্ঠানটি।
আপনাকে জানিয়ে রাখি, Tata Nano-র হাস্যকর ডিজাইনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে গাড়িটিকে স্পোর্টস গাড়ির মতো লুক দেওয়া হয়েছে। যা গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে কোম্পানিটি। তাছাড়া টাটার এই নতুন ইলেকট্রিক গাড়িতে একাধিক চোখ ধাঁধানো ফির্চাস যুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
শক্তিশালী এই গাড়িটির যদি ব্যাটারির কথা বলি, তবে গ্রাহকরা চাইলে দুটি ভেরিয়েন্টে গাড়িটি ক্রয় করতে পারবেন। যার মধ্যে প্রথমটিতে একটি 19 kWh ব্যাটারির প্যাক ব্যবহার করেছে কোম্পানিটি। যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি 315 কিলোমিটারের ড্রাইভ রেঞ্জ পাবেন।
এছাড়া ইলেকট্রিক গাড়ির জগতে আলোড়ন সৃষ্টিকারী Tata Nano-তে একাধিক অত্যাধুনিক সুবিধা যুক্ত করেছে গাড়ি নির্মাণ কোম্পানি। যেখানে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিনের মত অত্যাধুনিক সুবিধা লক্ষ্য করা যাবে।
Tata Nano: অল্টোর বাজার ধ্বংস করতে স্পোর্টস লুকে বাজারে এলো Tata Nano! শক্তিশালী ইঞ্জিনের সাথে রয়েছে দুর্দান্ত ফির্চাস
এক সময় হাস্যকর ডিজাইনের জন্য রতন টাটার স্বপ্নের প্রকল্প Tata Nano-র বাজার ধ্বংস হয়েছে ভারতে। মধ্যবিত্তের স্বপ্নের কথা ভেবে সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে গাড়ি…
Published By: Saikat Sarkar |
Published On:

Advertisements
Advertisements
Advertisements