Tata Nano: বাজারে এলো রতন টাটার ‘স্বপ্নের রাজকুমারী’! দেখে নিন নতুন অবতারে Tata Nano-র দাম এবং ফির্চাস

ভারতের ধন-কুবের রতন টাটার স্বপ্নের প্রকল্প অবশেষে বাস্তবে পরিণত হতে চলেছে। মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন প্রায় বছর ১৫ আগে। তবে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের ধন-কুবের রতন টাটার স্বপ্নের প্রকল্প অবশেষে বাস্তবে পরিণত হতে চলেছে। মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন প্রায় বছর ১৫ আগে। তবে গাড়িটির ডিজাইনে বেশ কিছু কমতি থাকার কারণে Tata Nano রতন টাটার পরিকল্পনা মত গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি। পরে কয়েক বছরের ব্যবধানে বাধ্য হয়ে সেই গাড়ির উৎপাদন বন্ধ করে কোম্পানিটি।

Advertisements

তবে বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে রতন টাটার। নিজের পছন্দের গাড়ি Tata Nano এবার ভারতীয় গ্রাহকদের জন্য অন্য অবতারে আনতে চলেছেন তিনি। ডিজেল নয় বরং ইলেকট্রিক চার্জে ভারতের অলিতে গলিতে দৌড়াবে Tata Nano।

তবে গাড়িটি বাজারজাত করার আগে এর ডিজাইনের বেশ কিছু পরিবর্তন এনেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি। যার মধ্যে প্রথম পরিবর্তন হিসেবে এই গাড়িটিকে একটি স্পোর্টস গাড়ির মতো লুক দেওয়া হয়েছে। যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। নতুন এই ইলেকট্রিক গাড়িটিতে আরও একাধিক আধুনিক বৈশিষ্ট্য সংযুক্ত করা হবে বলে জানানো হচ্ছে।

Advertisements

যেখানে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিনের মত অত্যাধুনিক সুবিধা লক্ষ্য করা যাবে। যদি ভারতীয় বাজারে অত্যাধুনিক এই গাড়িটির দাম বলি সেক্ষেত্রে আপনি জানলে অবাক হবেন যে, এই ইলেকট্রিক গাড়িটি তিন লক্ষ টাকার চেয়ে কমে ক্রয় করতে পারবেন আপনি।

শক্তিশালী এই গাড়িটির যদি ব্যাটারির কথা বলি, তবে গ্রাহকরা চাইলে দুটি ভেরিয়েন্টে গাড়িটি ক্রয় করতে পারবেন। যার মধ্যে প্রথমটিতে একটি 19 kWh ব্যাটারির প্যাক ব্যবহার করেছে কোম্পানিটি। যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আপনি 315 কিলোমিটারের ড্রাইভ রেঞ্জ পাবেন।

Advertisements