বর্তমানে ভারতের প্রত্যেকটি নিউক্লিয়ার ফ্যামিলিতে একটি বাইক অতি আবশ্যক হয়ে পড়েছে। তবে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে স্পোর্টস বাইকের তুলনায় সাধারণ বাইক ক্রয় করার দিকে বেশি ঝুকছেন গ্রাহকরা। বিভিন্ন কোম্পানি তাদের বিগত মাসে বাইক বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে Pulsar কিংবা Apache বাইকের চেয়ে বিক্রির পরিসংখ্যানে এগিয়ে রয়েছে Hero Splendor।
বিক্রির পরিসংখ্যানে শুধুমাত্র Hero Splendor এগিয়ে রয়েছে এমনটা নয়, বরং রেকর্ড সংখ্যক বাইক বিক্রি করে এই তালিকার শীর্ষে রয়েছে Hero Splendor। চলুন দেখে নেওয়া যাক, গত মাসে ভারতীয় বাজারে কোন কোম্পানির কত ইউনিট গাড়ি বিক্রি হয়েছে-
সর্বাধিক বিক্রিত বাইক:
1. হিরো স্প্লেন্ডার- 2,88,605 ইউনিট
2. বাজাজ পালসার- 80,106 ইউনিট
3. হিরো এইচএফ ডিলাক্স- 56,290 ইউনিট
4. Honda CB শাইন- 35,594 ইউনিট
5. TVS Apache- 34,935 ইউনিট
6. রয়্যাল এনফিল্ড হান্টার 350- 12,925 ইউনিট
যদি Hero Splendor গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি গ্রাহকদের জন্য 100cc ফুয়েল-ইনজেক্টেড এয়ার-কুলড ইঞ্জিন অফার করে, যা 8.02 bhp শক্তি এবং 8.05 Nm টর্ক জেনারেট করে। পাশাপাশি গাড়িটি প্রতি লিটার জ্বালানি তেলে 65-70 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। এছাড়া যদি গাড়িটির দামের কথা বলি, সে ক্ষেত্রে গাড়িটির বিভিন্ন মডেলের শো-রুম মূল্য 72,076 টাকা থেকে শুরু হয়ে 74,396 টাকা পর্যন্ত হতে দেখা যায়।