Honda CD100: 90 দশকের যুবকদের হার্টবিট নতুন অবতারে আসছে বাজারে, দেখে নিন Honda CD100-এর দাম এবং দুর্দান্ত ফির্চাস

90 দশকে ভারতীয় তরুণদের হার্টবিট ছিল Honda CD100 গাড়িটি। সেই সময় Hero Motocorp এবং Honda যুগ্মভাবে Hero Honda CD100 গাড়িটি নির্মাণ করেছিল। যা বর্তমান সময়ের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

90 দশকে ভারতীয় তরুণদের হার্টবিট ছিল Honda CD100 গাড়িটি। সেই সময় Hero Motocorp এবং Honda যুগ্মভাবে Hero Honda CD100 গাড়িটি নির্মাণ করেছিল। যা বর্তমান সময়ের Hero Splendor-এর মতো জনপ্রিয়তা অর্জন করেছিল ভারতীয় বাজারে। সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ Hero Honda CD100 গাড়ি কেনার স্বপ্ন দেখতেন। গাড়িটি এতই শক্তিশালী ছিল যে, তরুণ প্রজন্মের কাছে নানা ভাবে প্রশংসিত হয়েছিল Hero Honda CD100। তবে কোম্পানি দুটির বিভক্তি করন ঘটলে গাড়িটি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাতে শুরু করে।

এমন পরিস্থিতিতে গাড়ি নির্মাণ কোম্পানি Hero Honda আবারও তাদের জনপ্রিয় গাড়ি Honda CD100 কে নতুন রূপে ফিরিয়ে আনতে চলেছে। জাপানি এই গাড়ি নির্মাণ কোম্পানি ইতিমধ্যে তাদের এই গাড়িটি নতুন অবতারে সাজিয়ে চীনের বাজারে লঞ্চ করেছে। জানা গেছে, জাপানি বাইক নির্মাতা হোন্ডার চীনের অনুমোদিত কোম্পানি Wuyang Honda সম্প্রতি চীনে CG125 লঞ্চ করেছে। যা তীব্রভাবে জনপ্রিয়তা অর্জন করেছে চীনের নাগরিকদের কাছে।

গোপন সূত্রে পাওয়া এক তথ্য অনুযায়ী, জাপানি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি আসন্ন সময়ে ভারতের বাজারে নতুন অবতারে Honda Cd100 গাড়িটি লঞ্চ করতে পারে। তবে সেক্ষেত্রে গাড়িটিতে একাধিক নতুন ফির্চাস সংযুক্তিকরণ হবে বলে মনে করা হচ্ছে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, আগের চেয়ে নতুন Honda Cd100 গাড়িতে আরও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে। পাশাপাশি কোম্পানি রেট্রো লুক, ডুয়াল টোনে অ্যালয় হুইল সহ এই বাইকটিতে ABS ব্রেকিং সিস্টেমের মত আধুনিক ফির্চাস থাকবে।

Advertisements

এছাড়া গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয় এই গাড়িটির ডিজাইনেও বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন গ্রাহকরা। Honda Cd100 গাড়িটি চলতি বছরের শেষ লগ্নে অথবা 2024 সালের শুরুতে ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে মনে করা হচ্ছে। তাছাড়া দুর্দান্ত এই জনপ্রিয় গাড়িটির প্রারম্ভিক মূল্য 90,000 হাজার টাকার কাছাকাছি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisements
Advertisements