Viral Video: ভল্লুকের হাত থেকে প্রাণে বাঁচতে গাছে উঠলেন এক ব্যক্তি, ভল্লুকও উঠে পড়ল গাছে! রইল ভয়ংকর ভিডিও

আপনি যদি গহীন অরণ্যে হাইকিং এবং ট্রেকিং করতে পছন্দ করেন তবে এই ভিডিওটি দেখার পর সেই ইচ্ছা ক্ষণিকের জন্য হলেও দমন করতে হবে আপনাকে। সম্প্রতি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আপনি যদি গহীন অরণ্যে হাইকিং এবং ট্রেকিং করতে পছন্দ করেন তবে এই ভিডিওটি দেখার পর সেই ইচ্ছা ক্ষণিকের জন্য হলেও দমন করতে হবে আপনাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের এক ভিডিও দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে এক মিলিয়নেরও বেশি মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি ভিডিওটি দেখে আতঙ্কিত অবস্থায় একাধিক কমেন্ট করেছেন নেটিজেনরা।

Advertisements

যদি আপনি জঙ্গলে বেড়াতে পছন্দ করেন তবে জঙ্গলে প্রবেশ করার পূর্বে আপনারও এই ভিডিওটি দেখে নেওয়া উচিত। হতে পারে ভিডিওটি দেখার পর আপনার জঙ্গলে ভ্রমণের তৃষ্ণা নিবারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সরাসরি ভল্লুকের সামনে পড়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি প্রাণে বাঁচার জন্য পার্শ্ববর্তী একটি গাছে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন।

Advertisements

তবে ভুল্লুকটিও কোন অংশে কম যায় না। শিকার ধরতে তাকেও গাছে উঠতে দেখা গেছে। এমনকি কয়েক মুহূর্তের জন্য ওই ব্যক্তির পা ধরে ফেলেছিল বন্য জানোয়ারটি। কোনক্রমে ভল্লুকের মুখ থেকে পা ছাড়িয়ে গাছের আরও ওপরে উঠে যান ওই ব্যক্তি। শিকার নিজের আয়ত্তের বাইরে চলে যাওয়ার ফলে ব্যর্থ হয়ে ভল্লুক গাছ থেকে নিচে নেমে পড়তে দেখা গেছে ভিডিওটিতে। এই ভিডিও দেখার পর একজন নেটিজেন লিখেছেন,’ভল্লুকরাও জানে কিভাবে গাছে উঠতে হয়।’ ভিডিওটি ইতিমধ্যে 1 মিলিয়নের বেশি মানুষ দেখার পাশাপাশি লাইক করেছেন কয়েক হাজার মানুষ।

Advertisements