Hero Splendor Plus Xtec: শাইন, প্লাটিনা এখন অতীত, ড্যাশিং লুকের হিরোর এই বাইকটি সৃষ্টি করেছে আতঙ্ক

দেশের অন্যতম বৃহৎ বাইক নির্মাণ কোম্পানি Hero তাদের একের পর এক বাইক লঞ্চ করে আতঙ্ক সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। বাইক প্রেমীরা পাগল হয়ে উঠেছেন এটা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দেশের অন্যতম বৃহৎ বাইক নির্মাণ কোম্পানি Hero তাদের একের পর এক বাইক লঞ্চ করে আতঙ্ক সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। বাইক প্রেমীরা পাগল হয়ে উঠেছেন এটা ভেবে যে, Hero-র কোন বাইকটি ছেড়ে কোন বাড়িতে কিনবেন। কারণ বিগত এক বছরে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি ভারতের বাজারে দুর্দান্ত ফির্চাস সহ একাধিক বাইক লঞ্চ করেছে। চলুন, আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক গাড়িতে অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

হিরোর নতুন এই বাইকটিতে বডি গ্রাফিক্স, LED হাই ইন্টেনসিটি পজিশন ল্যাম্প এবং এক্সক্লুসিভ টেকনোলজির মত অত্যাধুনিক বৈশিষ্ট্য লক্ষ্য করবেন আপনি। পাশাপাশি সেগমেন্ট-প্রথম সম্পূর্ণ ডিজিটাল মিটার, সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে, USB চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজ রিডআউট, ইনকামিং এবং মিসড কল অ্যালার্টের মতো দুর্দান্ত ফির্চাস লক্ষ্য করবেন আপনি।

যদি দুর্দান্ত এই গাড়িটির ইঞ্জিনের কথা বলি, সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নতুন বাইকে একটি 97.2 CC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখা যাবে। যে ইঞ্জিনটি 8.02 ps শক্তি এবং 8.05 নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। যদি গাড়িটির কালারের কথা বলি, সেক্ষেত্রে বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক, টর্নেডো গ্রে এবং পার্ল হোয়াইট কালারের মত বিকল্প পাবেন গাড়িটি ক্রয় করার জন্য।

হিরোর এই গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাইলেজ। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, বাইকটি লিটার প্রতি তেলে 83.2 কিলোমিটার চলতে সক্ষম। পাশাপাশি গাড়িটির দামের ক্ষেত্রেও বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে Hero। গাড়িটি দিল্লির এক্স শো-রুমে 76,346 টাকায় বিক্রি হচ্ছে। যেটি অন-রোড হওয়ার পর 90,767 টাকায় কিনতে পারবেন আপনি।

Advertisements
Advertisements