Eunorau Flash E-Bike: সাইকেলে উপভোগ করুন স্কুটারের আনন্দ, এক চার্জেই চলবে 350 কিলোমিটার!

বর্তমান বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি অথবা ইলেকট্রিক স্কুটার কিনতে আগ্রহ দেখাচ্ছেন। অবশ্য নতুন ভাবে মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমান বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি অথবা ইলেকট্রিক স্কুটার কিনতে আগ্রহ দেখাচ্ছেন। অবশ্য নতুন ভাবে মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ইলেকট্রিক বাইসাইকেলও। বিশ্ব বাজারে ইলেকট্রিক বাইসাইকেলর চাহিদার কথা মাথায় রেখে আমেরিকান কোম্পানি ইউনোরাউ তাদের নতুন ই-বাইক ইউনোরাউ ফ্ল্যাশ নিয়ে এসেছে। নতুন এই সাইকেলটিতে ইলেকট্রিক ব্যাটারির পাশাপাশি পাওয়ারফুল মোটরের ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, শক্তিশালী ইলেকট্রিক সাইকেলের দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-

Advertisements

যদি পাওয়ার ফুল এই ইলেকট্রিক বাইসাইকেলের রেঞ্জের কথা বলি তবে জানলে অবাক হবেন যে, নতুন এই ইলেকট্রিক বাইকটি এক চার্জে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে বলে দাবি করেছে ইউনোরাউ। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইউনোরাউ এখনো পর্যন্ত বিশ্ব বাজারে তিনটি ভেরিয়েন্টের ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে ফ্ল্যাশ-লাইট যা 750-ওয়াট মোটর, ফ্ল্যাশ AWD, যা 750-ওয়াটের ডুয়াল মোটর দ্বারা চালিত হবে। পাশাপাশি ফ্ল্যাশ যা মডেলের গাড়িতে 1000 ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে।

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক সাইকেলের ওজনের কথা বলি তবে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক সাইকেলটির ওজন সর্বোচ্চ 50 কেজি হবে। যেটি নিজের ওজন ছাড়াও সর্বোচ্চ 200 কেজি ভার বহন করতে সক্ষম। তবে গাড়িটি যদি আপনি শুধুমাত্র ইলেকট্রিকের মাধ্যমে চালান সে ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। পাশাপাশি আপনি যদি ইলেকট্রিক এবং প্যাডেলের মাধ্যমে গাড়িটি চালান, তবে অবিশ্বাস্যভাবে 350 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। তাছাড়া নতুন এই ইলেকট্রিক সাইকেলটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘন্টা সময় নেই বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements
Advertisements